অলস্পোর্ট ডেস্ক: কলকাতা প্রিমিয়ার লিগ এ ডিভিশনের খেলা শেষ হতে এখনও বাকি রয়েছে কিন্তু তার আগেই নিশ্চিত হয়ে গিয়েছে চ্যাম্পিয়ন। পর পর তিন বছর কলকাতা লিগ চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেছে মহমেডান স্পোর্টিং ক্লাব। সপ্তাহখানেক আগেই মহমেডান চ্যাম্পিয়ন হওয়ার সঙ্গেই শেষ হয়ে গিযেছে কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগের সব গুরুত্ব কিন্তু এখন হয়নি ডার্বি। কবে হবে তা নিয়েও এখন কোনও নিশ্চয়তা দিতে পারেনি বাংলার ফুটবলের নিয়ামক সংস্থা। তার মধ্যেই নতুন উদ্যাোগ নিল মোহনবাগান ক্লাব। সোমবার ক্লাবের তরফে আইএফএ-কে চিঠি দিয়ে ডার্বির বিষয়ে অনুরোধ জানানো হল।
ক্লাবের তরফে বলা হয়েছে এই ডার্বিকে যেন চ্যারিটি ম্যাচ হিসেবে ঘোষণা করা হয়। দেশের প্রাক্তন ফুটবলার এবং কোচ সৈয়দ নঈমুদ্দিন দীর্ঘদিন ধরেই অসুস্থ। চিকিৎসায় বিপুল খরচ কিন্তু সেই টাকাও এই মুহূর্তে নেই তাঁর কাছে। এই পরিস্থিতিতে তাঁর জন্য, তাঁর পাশে দাঁড়াতেই এই উদ্যোগ নেওয়ার আবেদন জানিযেছে মোহনবাগান ক্লাব।
বিভিন্ন কারণে আটকে রয়েছে কলকাতা লিগ প্রিমিয়ার ডিভিশনের ডার্বি। বেশ কয়েক বছর ধরে জেলায় জেলায় ছড়িয়ে দেওয়া হয়েছে কলকাতা লিগ। এবারই কিশোরভারতী স্টেডিয়াম বাদ দিলে বেশিরভাগ খেলাই হয়েছে নৈহাটি, কল্যাণীর মতো জায়গায়। তার মধ্য শুরু হয়ে গিয়েছে আইএসএল। যুবভারতী পাওয়ার কোনও সম্ভাবনাই নেই। আগেও হলেও যে যুবভারতীতে খেলা দেওয়া হতো তেমনটা নয়। তবে ডার্বি তো ডার্বিই। যা নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনা থাকে তুঙ্গে। ছোটদের ডার্বিতে ময়দানের উত্তপ্ত হয়ে ওঠার নজির রয়েছে। তাই কোনওভাবেই হালকাভাবে নেওয়ার বিষয় নয ডার্বি।
পুলিশ, প্রশাসন, আইএফএ এবং ইস্টবেঙ্গল ও মোহনবাগানের সঙ্গে কথা বলেই হবে ডার্বি। যে ডার্বির ওপর লিগের চ্যাম্পিয়নশিপ নির্ভর করবে না এক কথায় যে ডার্বির কোনও গুরুত্ব নেই। এই পরিস্থিতিতে ডার্বিকে চ্যারিটি ম্যচ ঘোষণা করলে লাভ হবে নঈমুদ্দিনের মতো একজনের যাঁর ভারতীয় তথা ক্লাব ফুটবলে অবদান অপরিসীম।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার