Friday, December 6, 2024
No menu items!
Google search engine
Homeফুটবলমোহনবাগানে আরও দু'বছরের চুক্তিতে দিমিত্রি

মোহনবাগানে আরও দু’বছরের চুক্তিতে দিমিত্রি

অলস্পোর্ট ডেস্ক: গত মরসুমে‌ মোহনবাগান জনতার মন জিতে নিয়েছিলেন দিমিত্রি পেত্রাতোস। দলকে‌ এগিয়ে যেতে সাহায্য করেছিলেন পুরো মরসুমে জুড়ে। তাই তির পুরস্কারও পেলেন হাতে নাতে। আরও দু’বছরের চুক্তিতে সবুজ-মেরুনেই থেকে গেলেন তিনি। ইতিমধ্যেই তাঁর দল অনুশীলনে নেমে পড়েছে কোচ মোলিনার অধিনে। দ্রুত যোগ দেবেন তিনিও। তাঁর আগে এই আজি বিশ্বকাপারের সঙ্গে চুক্তি সেরে ফেলল ক্লাব। গত মরসুমে দলের ডুরান্ড কাপ ও লিগ শিল্ড জয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। এবারও তাঁর থেকে তেমনটাই আশা করছে সবুজ-মেরুন জনতা।

পারিবারিক একটি অনুষ্ঠানের জন্য দলের সঙ্গে এখনও অনুশীলনে যোগ দিতে পারেননি তিনি। যা খবর তাতে আগামী সপ্তাহেই চলে আসবেন শহরে। দলের সঙ্গে যোগ দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন দিমিত্রি। চুক্তি সাক্ষরিত হওয়ার পর সেই কথাই জানিয়েছেন তিনি।

তিনি বলেন, “মোহনবাগান আমির উপর আস্থা রাখায় আমি কৃতজ্ঞ। চেষ্টা করব দলকে আরও ট্রফি জেতাতে। ছবির আমাদের দলের শক্তি গতবারের তুলনায় অনেক বেড়েছে। আমার দীর্ঘদিনের বন্ধু জেমি ম্যাকলারেন যোগ দিয়েছে। আমরা দু’জনে একসঙ্গে অনেক ম্যাচ খেলেছি। সফরও হয়েছি। সেটাই ভারতেও বজায় রাখতে চাই।”

বিকি দল নিয়ে তিনি বলেন, “গ্ৰেগ স্টুয়ার্টের মতো সফল ফুটবলারের যোগদানে দলের শক্তি বেড়েছে। এর সঙ্গে টম আলফ্রেড, অ্যালবার্ট ও রডরিগেজের মতো ফুটবলার দলের রক্ষণকে শক্তিশালী করবে। আপুইয়ার মতো সফল ভারতীয় ফুটবলার দলে এসেছে। ফলে আমাদের ট্রফি জয়ের সম্ভাবনা অনেক বাড়বে। গতবারের মতই একটা দল হিসেবে আমরা সফল হব। এটাই আমার বিশ্বাস। সমর্থকদের আবেগ আমাদের অনুপ্রেরণা, তাদের এবারও সঙ্গে চাই।”

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments