অলস্পোর্ট ডেস্ক: কল্যানীতে অনুষ্ঠেয় কলকাতা প্রিমিয়ার ফুটবল লিগের ডার্বি ১৯ জুলাইয়ের বদলে পিছিয়ে ২৬ জুলাই হয়ে যাওয়ায় দুই প্রধান মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল এফসি নিজেদের আর একটু গুছিয়ে নেওয়ার সুযোগ পেল। হোক না সিএফএল ডার্বি, তবু মর্যাদা রক্ষার প্রশ্নে ম্যাচ জিততে যুব দলের ফুটবলারদের সঙ্গে হাতে থাকা সিনিয়র বেশ কয়েকজন ফুটবলারকে খেলানোর ভাবনা দু’দলের কোচই নিচ্ছেন।
মোবনবাগান সুপার জায়ান্ট যুব দলের কোচ ডেগি কার্ডোজোর পরিকল্পনায় এমন ৪ থেকে ৫ জন ফুটবলার রয়েছেন। বিশেষ করে গত মরশুমে লিগের ডার্বিতে ইস্টবেঙ্গলের কাছে হারের কথা মাথায় রেখে। সেই তালিকায় রয়েছেন দীপেন্দু বিশ্বাস, কিয়ান নাসিরি, সুহেল বাট, গ্লেন মার্টিন প্রমুখ। সঙ্গে ডেভেলপমেন্ট দল থেকে সিনিয়র দলে প্রোমোট হওয়ার অপেক্ষায় থাকা দুই গোলকিপার প্রিয়াংশ দুবে, জাহিদ হুসেন বুকারির মধ্যে একজনের লিগের ডার্বিতে স্কোয়াডে থাকার সম্ভাবনা রয়েছে।
আইএসএল কবে শুরু হবে, তা এখনও সকলের অজানা। এআইএফএফ ও এফএসডিএলের চুক্তি বিতর্ক আর দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের রায় দানের অপেক্ষায় আইএসএলের ভবিষ্যত আপাতত ঝুলে। সেই সমস্যা মিটিয়ে আইএসএলের শুরু নভেম্বর হয়ে যেতে পারে। ততদিন পর্যন্ত আইএসএলের তিন দল মোহনবাগান সুপার জায়ান্ট, ইস্টবেঙ্গল ও এফসি গোয়া ছাড়া বাকি দলগুলো রীতিমতো ধাঁধায় রয়েছে, প্রাক মরশুম প্রস্তুতি শুরু নিয়ে। মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গলের সামনে তাও ডুরান্ড কাপ রয়েছে। সবুজ মেরুন ব্রিগেডের আবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টায়ার টুর খেলা রয়েছে। এফসি গোয়া খেলবে এএফসি চ্যাম্পিয়ন লিগ টায়ার টুর প্লেঅফ ম্যাচে। তাই এই তিন দলই প্রিসিজন প্র্যাকটিস শুরুর একটা পরিকল্পনা নিয়েছে।
সেপ্টেম্বর থেকে আইএসএল শুরু হবে, এই ভাবনা মাথায় নিয়ে বাগানের হেড স্যার হোসে মোলিনা জুলাইয়ের মাঝামাঝি সিনিয়র দলের অনুশীলন চালুর কথা ভেবেছিলেন। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে, মোলিনা সেই ভাবনা থেকে সরে এসেছেন। তিনি ঘরের ফুটবলারদের ২৫ জুলাইয়ের মধ্যে কলকাতায় আসার নির্দেশ দিয়েছেন। পরদিন ২৬ জুলাই থেকে যাতে প্রিসিজন ট্রেণিং শুরু করা সম্ভব হয়। মোলিনা নিজে কলকাতা আসবেন আগস্টের প্রথম সপ্তাহে। তাই দলের বিদেশি ফুটবলারদের তার আগে আসার জন্য কোনও চাপ তিনি দিচ্ছেন না। ডুরান্ডের নকআউট পর্যায়ে ডার্বিতে লাল হলুদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকলেও,তড়িঘড়ি কলকাতায় বিদেশি ফুটবলারদের ডেকে আনার পক্ষপাতী নন মোলিনা।
আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হল, এবার যেহেতু আইএসএলের শুরুর দিন ঠিক হয়নি, এমনকি এও শোনা যাচ্ছে, ফেডারেশন বিদেশি ফুটবলারের সংখ্যা কমানোর পথে হাঁটতে পারে, তাই ষষ্ঠ বিদেশি হিসেবে রবসন রবিনহোর সঙ্গে প্রাথমিক কথাবার্তা সেরে রাখলেও সই করানো নিয়ে দ্বিধায় বাগান টিম ম্যানেজমেন্ট। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বিদেশি ফুটবলার খেলানোর সংখ্যায় কোনও বিধি নিষেধ না থাকলেও, আইএসএল শুরুর দিনের কোনও নিশ্চয়তা না থাকায়, এখন থেকে শুধুমাত্র এএফসি ম্যাচের জন্য রবসনকে সই করাতে চায় না সবুজ মেরুন ব্রিগেড, বাড়তি বোঝা এড়াতে। আইএসএলের দিন ঘোষণার পরই তারা এব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত নেবে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার





