অলস্পোর্ট ডেস্ক: ভারতের জার্সিতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ খেলেছেন। ভারতের গোলের নিচে সেই সময় নজর কেড়ে নিয়েছিলেন ধীরজ সিং। এবার সেই ধীরজকেই দলে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। সবুজ মেরুনে বিশাল কাইথ প্রথম গোলকিপার হলে দ্বিতীয় গোলকিপার হিসেবে দলকে ভরসা দেবেন ধীরজ। আর সে কারণেই তাঁর উপর ভরসা রাখল ক্লাব। আপাতত এক বছরের চুক্তিতে মোহনবাগানে যোগ দিচ্ছেন তিনি। মণিপুর থেকে উঠে আসা ধীরজ শেষ তিন মরসুম কাটিয়েছেন এফসি গোয়াতে। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের পর থেকেই তাঁকে দলে নেওয়ার চেষ্টা করেছে ভারতের বড় ক্লাবগুলো। এবার কলকাতায় খেলার সুযোগ চলে এল তাঁর সামনে।
গোয়ার জার্সিতে ৫৩টি ম্যাচ খেলেছেন তিনি। তাঁর হাত ভরসা দিয়েছে গোয়ার দলকে, এবার কলকাতার দলকে ভরসা দেওয়ার পালা। ফেডারেশনের এলিট অ্যাকাডেমির ছাত্র ২৪ বছর বয়সী এই প্রতিশ্রুতিমান গোলকিপার ইন্ডিয়ান অ্যারোজ দিয়ে পেশাদার ফুটবল শুরু করেছিলেন। তার পর কেরালা ব্লাস্টার্স হয়ে এফসি গোয়ায় যোগ দেন। তবে তাঁর কলকাতায় আগমন এই প্রথম নয়। এই মোহনবাগানের জার্সিতেই তিনি অতীতে খেলে গিয়েছেন। তখন এটিকে মোহনবাগান ছিল। আশা করা হচ্ছে তাঁর প্রত্যাবর্তনে শক্তি বাড়বে মোলিনার দলের।
এদিকে দরজায় কড়া নাড়ছে ডুরান্ড কাপ। মাঝে আর মাত্র দু‘দিন। তার পরই শুরু হয়ে যাবে ২০২৪-এর ডুরান্ড কাপ। কিন্তু গতবারের চ্যাম্পিয়নরা এখনও পুরো দল নিয়ে অনুশীলন করতেই নামেনি। ক্লাব যা জানাচ্ছে, ২৯ জুলাই ঐতিহাসিক মোহনবাগান দিবসে অনুশীলন শুরু করবে দল। দলের অনুশীলনের জন্য নতুন করে তৈরি হয়েছে মাঠ। তার আগেই পুরো দল চলে আসবে কলকাতায়। চলে আসবেন ধীরজও। তিনিও ২৯ জুলাই থেকেই অনুশীলন শুরু করবেন।
যা পরিস্থিতি তাতে ডুরান্ড কাপের শুরু থেকে মূল দল বা কোনও বিদেশিকে পাওয়া যাবে না। এই মুহূর্তে কলকাতা লিগে যে দল খেলছে সেই দলই ডুরান্ড কাপ শুরু করবে। যাতে সমর্থকদের মাথায় হাত। কারণ কলকাতা প্রিমিয়ার লিগে এখনও ভরসা দেওয়ার মতো ফুটবল খেলতে পারেনি বাস্তব রায়ের দল।মাত্র একটি ম্যাচেই জয় পেয়েছে। ডুরান্ডের শুরুতেও রিজার্ভ বেঞ্চে কোচের ভূমিকায় দেখা যাবে বাস্তবকে। তার পর দলের দায়িত্ব তুলে নেবেন হোসে মোলিনা। তাঁর অধিনেই মূল দল নামবে ডুরান্ড খেলতে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার