সুচরিতা সেন চৌধুরী: মোহনবাগান শনিবার এমন একটা ম্যাচ খেলতে নামছে যে ম্যাচের পয়েন্টর উপর কোনও কিছু নির্ভর করবে না। এক কথায় গুরুত্বহীন ম্যাচ। আইএসএল ২০২৪-২৫ লিগ টেবলের প্রথম দুই দলের লড়াই ঘিরে তাও উত্তেজনার কোনও খামতি নেই। মোহনবাগান ইতিমধ্যেই লিগশিল্ড জিতে নিয়েছে। যে পুরস্কার এই ম্যাচের মঞ্চেই তুলে দেওয়া হবে মোহনবাগানের হাতে। প্রতিপক্ষ এফসি গোয়াও সুপার সিক্স নিশ্চিত করে খুলে পেলেচে সেমিফাইনালে মুখ। সেই অবস্থায় দাঁড়িয়ে ম্যাচের ফল যাই হোক না কেন প্রভাব পড়বে না দুই দলের উপর। তবুও এই ম্যাচ জিতেই ট্রফি হাতে নিতে চাইছেন মোহনবাগান কোচ হোসে মোলিনা। মেনে নিলেন এই ম্যাচের কোনও গুরুত্ব নেই ঠিকই কিন্তু এই ম্যাচ জিতে শিল্ড জয়ের সেলিব্রেশন পূর্ণ হবে।
মোলিনা এদিন বলেন, “এটা জানি যে এই ম্যাচের কোনও গুরুত্ব নেই। যার লিগ টেবলে কোনও প্রভাব পড়বে না। যেটা আমাদের জন্য ভাল। কিন্তু যদি আমরা ম্যাচ জিততে পারি এবং তার পর যদি শিল্ডটা হাতে নিই তাহলে সেলিব্রেশন পুরো হবে।” আর সে কারণেই এই ম্যাচ জিততে চান মোলিনা। জিততে চান প্রথম লেগের বদলার জন্যও। যদিও সে কথা তিনি বলছেন না। তবে এটা মনে রাখতে হবে, আইএসএল ২০২৪-২৫-এর প্রথম লেগের ম্যাচে এই গোয়ার কাছেই হারতে হয়েছিল মোহনবাগানকে। যদিও তার পর থেকে আর একটাই ম্যাচ হেরেচে মোহনবাগান। এখনও পর্যন্ত দুটো ম্যাচেই হারে মমুখ দেখতে হয়েছে সবুজ-মেরুনকে। একটি ঐতিহাসিক মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছে দল।
আইএসএল-এর ইতিহাসে ৫৩ পয়েন্টটাই একটা রেকর্ড। এখনও লিগ পর্বের বাকি রয়েছে আরও একটা ম্যাচ। এই ম্যাচ জিতে ৫৬ পয়েন্টে শেষ করতে চাইছেন মোলিনা নক-আউটে নামার আগে। মোলিনা বলছিলেন, ”প্রথম লেগের ম্যাচে আমরা গোয়ার বিরুদ্ধে জিততে পারিনি। ওরা খুব ভাল দল। খুব ভাল মরসুম কাটাচ্ছে ওরা, যে কারণে আমাদের পরেই রয়েছে। ওদের কোচও খুব ভাল, সে কারণে ওরা লিগ টেবলের দ্বিতীয়। তবে আমরা আমাদের ম্যাচই খেলব। আমরা চাইব ৫৩ থেকে পয়েন্ট ৫৬-তে নিয়ে যেতে।”
তবে তিনি এটাও নিশ্চিত করেছেন যে এই ম্যাচের আগেই লিগশিল্ড চ্যাম্পিয়ন হয়ে যাওয়াটা দলের মোটিভেশনের উপর খারাপ প্রবাব তো ফেলবেই না বরং সেটা বাড়াবে। কোনওভাবেই এই ম্যাচকে তাই হালকাভাবে নেবে না তাঁর দল। মোলিনা বলেন, “আমরা চ্যাম্পিয়ন হয়ে গিয়েছি তার মানে আমাদের মোটিভেশনের অভাব হবে তেমনটা নয়। বরং আমাদের মোটিভেশন খুব বেশি রয়েছে। ঘরের সমর্থকদের সামনে আমরা জিতেই উদযাপন করতে চাই। এটাও আমাের জন্য বড় মোটিভেশন।”
তবে এই ম্যাচে অনেককেই বিশ্রাম দেবেন মোলিনা সেটা পরিষ্কার জানিয়ে দিলেন। সেই তালিকায় যেমন রয়েছেন হালকা চোট পাওয়া প্লেয়ার, তেমনই রয়েছেন যাঁদের উপর কার্ডের খাড়া ঝুলছে তাঁরাও। যেমন জেমি ম্যাকলারেন তিনটি কার্ড নিয়ে বসে রয়েছেন। তাঁকে গোয়ার বিরুদ্ধে মাঠে দেখা যাবে না। এদিকে কার্ডের জন্য এই ম্যাচে এনিতেই খেলতে পারবেন না শুভাশিস বোস, দীপক টাংরি ও অভিষেক সূর্যবংশী। নিয়মিত সুযোগ না পাওয়া প্লেয়ারদের এই ম্যাচে দেখে নেবেন কোচ। বলছিলেন, “কোনও প্লেয়ারের যদি সামান্যও ব্যথা থাকে তাহলে আমি তাঁকে নিয়ে ঝুঁকি নেব না। বা যারা নির্বাসন থেকে এক কার্ড দূরে রয়েছে তারাও খেলবে না। তবে দলে আরও প্লেয়ার রয়েছে যারা আগামী কালের ম্যাচে খেলবে। এর মধ্যে থেকেই আমি সেরা প্রথম একাদশ নামানো চেষ্টা করব।”
আইএসএল-এর ইতিহাসে এখনও পর্যন্ত সফলতম দল মোহনবাগানই। সবাই এটা মনে করলেও মোলিনা এই মতে বিশ্বাসী নন। বরং সেই দায়িত্ব সাংবাদিকদের উপরই ছেড়ে দিচ্ছেন তিনি। বলছিলেন, “এটা আমি বলতে পারব না, আপনারা বলুন। তবে আইএসএল-এর বয়স এখনও ৫০-এ পৌঁছয়নি। সবে ১১ বছর। আর প্রতিটি মরসুম একে অপরের থেকে আলাদা। আমি শেষ দুই, তিন বছরের কথা বলতে পারি, দলের মধ্যে বড় কোনও পরিবর্তন হয়নি। বাকিটা আপনারা বলবেন।”
সাফল্যের শিখরে রয়েছে দল। পর পর দুই বছর লিগশিল্ড চ্যাম্পিয়ন। গত মরসুমে ফাইনালে পৌঁছেও রানার্স হয়ে থাকতে হয়েছিল। কিন্তু এবার যে সেই ট্রফিও ঘরে আনতে প্রস্তুত মোহনবাগান। আর সে কারণেই জয়ের ধারা ধরে রাখাটাই মূল লক্ষ্য মোহনবাগানের।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার