অলস্পোর্ট ডেস্ক: জল্পনা ছিলই সেই মতো মোহনবাগান সুপার জায়ান্টের হেড কোচের দায়িত্ব ছাড়লেন অ্যান্তোনিও লোপেজ হাবাস। তাঁর জায়গায় সবুজ মেরুন দলের নতুন কোচ হিসেবে নাম ঘোষণা হয়ে গেল হোসে মোলিনার। এক স্প্যানিশ কোচের হাত থেকে দায়িত্ব গেল আর এক স্প্যানিশ কোচের হাতে। মোহনবাগান সুপার জায়ান্ট দলের নতুন কোচ হলেন হোসে মোলিনা।
কোচিং জীবনের অন্যতম সফল হোসে ফ্রান্সিসকো মোলিনা গত তিন বছর ছিলেন স্পেন ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডাইরেক্টর। খেলোয়াড় জীবনে অবশ্য তিনি দলের রক্ষণের শেষ প্রহরী ছিলেন। এবার মোহনবাগান দলের হেড কোচের দায়িত্বে এক গোলকিপারের হাতে। হাবাস টেকনিক্যাল ডিরেক্টরের ভূমিকায় থাকবেন কিনা সেটা অবশ্য এখনও জানানো হয়নি ক্লাবের তরফে।
সবুজ মেরুনের দায়িত্ব নেওয়ার পর স্প্যানিশ কোচ বলেন, “মোহনবাগান সুপার জায়ান্ট দলের মতো ঐতিহ্যশালী ক্লাবের কোচ হতে পেরে আমি সম্মানিত। চেষ্টা করবো ক্লাবকে আরও বেশি সাফল্য এনে দেওয়ার। বিশেষ করে আমি সম্মানিত হয়েছি ক্লাবের কর্ণধার ড: সঞ্জীব গোয়েঙ্কার কাছ থেকে আমাকে প্রধান কোচ হিসেবে নির্বাচিত করার বার্তার জন্য।”
গত মরসুমে মাঝ পথে দলের হাল ধরেছিলেন হাবাস। তাঁর আগে অবশ্য ডুরান্ড কাপ জিতে নিয়েছিল দল। তাও সরে যেতে হয়েছিল হুয়ান ফেরান্দোকে। সুপার কাপের পর মোহনবাগানের দায়িত্ব নেন হাবাস। তার আগে তাঁকে দলের টেকনিক্যাল ডিরেক্টর করা হয়েছিল। এর পর তাঁর হাত ধরেই আইএসএল-এ ঘুরে দাঁড়ায় দল এবং জিতে নেয় লিগ শিল্ড। এর মধ্যেই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় হাবাসকে। যার পর শারীরিক ও মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েন তিনি। যে কারণে মরসুম শেষে দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েই গিয়েছিলেন তিনি।
এদিকে হাবাসের জায়গায় যাঁকে বেছে নেওয়া হল তিনিও পিছিয়ে নেই। অতীতে আইএসএল-এ কোচিং করানোর অভিজ্ঞতাও রয়েছে তাঁর। হাবাসের সঙ্গে তাঁর মিলও বিস্তর। দু’জনেই স্প্যানিশ। দু’জনেই এটিকের কোচ হিসেবে বড় সাফল্য পেয়েছেন অতীতে। হাবাস এটিকের পর মোহনবাগান সুপার জায়ান্টের দায়িত্ব নিয়েছিলেন। একইভাবে এটিকের পর মোহনবাগানের দায়িত্ব নিচ্ছেন মোলিনা। তাঁর হাত ধরে নতুন মরসুমে নতুন করে স্বপ্ন দেখবে সবুজ মেরুন বাহিনী। ঠিক যেভাবে স্বপ্ন দেখিয়েছিলেন হাবাস।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার