অলস্পোর্ট ডেস্ক: দ্রুত মরসুম শুরু করে দিতে প্রস্তুত মোহনবাগান সুপার জায়ান্ট। গত মরসুমটা ভালই গিয়েছে সবুজ-মেরুন ব্রিগেডের। ডুরান্ড কাপ ও লিগ-শিল্ড জয়ের কৃতিত্ব অর্জন করেছে কলকাতার দল। অল্পের জন্য হাতছাড়া হয়েছে আইএসএল ট্রফি। তাই এবার বেশি করে রিজার্ভ দলের দিকে নজর দিতে চাইছে টিম ম্যানেজমেন্ট। প্রথম লক্ষ্য কলকাতা লিগ। সেখানে সাফল্য পেতে রিজার্ভ দলের উপরই ভরসা রাখবে ক্লাব। ২৫ জুন থেকে ২০২৪-২৫ মরসুমের ঘরোয়া লিগ শুরু হওয়ার কথা। তার আগে অনুশীলন শুরু করে দিচ্ছে মোহনবাগান। আগামী সোমবার থেকেই যুবভারতীয় ক্রীড়াঙ্গনের অনুশীলন মাঠে অনুশীলনে নেমে পড়বে দল। সকাল সাড়ে আটটায় ৩০ জন ফুটবলারকে নিয়ে অনুশীলনে নামবেন ডেগি কার্ডোজো।
এতদিন ধরে একটা জল্পনা ছিলই। কারণ গত মরসুমের মাঝ পথে মোহনবাগান দলের দায়িত্ব কোচ হিসেবে নিয়েছেন অ্যান্তোনিও লোপেজ হাবাস। তার আগে অবশ্য তিনি দলের টেকনিক্যাল ডিরেক্টর পদে ছিলেন। সেখান থেকে তাঁকে হেড কোচের দায়িত্ব দেওয়া হয় হুয়ান ফেরান্দোকে সরিয়ে। কিন্তু মরসুমের শেষের দিকে পৌঁছে বেশ অসুস্থ হয়ে পড়েন হাবাস এবং কয়েকটি ম্যাচে মাঠেও থাকতে পারেননি। মরসুম শেষে তিনি একটা ইঙ্গিতও দিয়েছিলেন, আদৌ তিনি অতটা লোড নিতে পারবেন কিনা সেটা ভেবে দেখবেন।
ডেগি কার্ডোজের নাম হেড কোচ হিসেবে সরকারিভাবে ঘোষণা করেনি মোহনবাগান। কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে সোমবার থেকে যে অনুশীলন শুরু হবে ক্লাবের তা এই কোচের অধিনেই। তিনি গত মরসুমে ছিলেন এফসি গোয়ায়। এবার কি তাহলে মোহনবাগানের হেড কোচের দায়িত্বে দেখা যাবে তাঁকেই? প্রশ্নটা থাকছেই কারণ এখনও আইএসএল শুরু হতে কিছুটা দেড়ি রয়েছে। তার আগে অবশ্য ডুরান্ড কাপ খেলবে দল। সহকারি কোচের ভূমিকায় দেখা যাবে বিশ্বজিৎ ঘোষালকে। গোলকিপার কোচ অভ্র মণ্ডল।
যে দল নিয়ে কলকাতা লিগ খেলার কথা ভাবছে মোহনবাগান সেই দলে রয়েছেন, সিনিয়র দলের অভিষেক সূর্যবংশী, দীপেন্দু বিশ্বাস, আমনদীপ সিং, সুহেল ভাট, অর্শ আনোয়ার ছাড়াও রয়েছেন, ফারদিন আলি মোল্লা, রাজ বাশফোর, সুমিত রাঠি, এনসন সিংরা। এঁদের অনেককেই গত মরসুমে আইএসএল-এও খেলতে দেখা গিয়েছে। এছাড়া সন্তোষ ট্রফির সফলতম গোলকিপার রাজা বর্মন, লিগের সফল ডিফেন্ডার সায়ন দাশকে দলে নেওয়া হয়েছে। বেশ কয়েকজনকে ট্রায়ালের জন্যও ডাকা হয়েছে।
আপাতত যা পরিকল্পনা কলকাতা লিগ শুরুর আগে প্রস্তুতি ম্যাচের মাধ্যমে মূল দলকে বেছে নেওয়া। চারটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে মোহনবাগানের। এই দলই ডেভলপমেন্ট লিগেও খেলবে। পাশাপাশি গত মরসুমের মতো সিনিয়র দলের সাপ্লাই লাইন হয়ে উঠবে এই দল। তাই এই দল খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি তিনটি শক্তিশালী বয়সভিত্তিক যুব দলও গড়বে মোহনবাগান সুপার জায়ান্ট।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার