সুচরিতা সেন চৌধুরী: সবে আইএসএল ২০২৪-২৫-এর প্রথম ম্যাচই খেলেছে মোহনবাগান। সেই ম্যাচে দারুণ শুরু করে ২-০ গোলে এগিয়ে গিয়েও ২-২ ড্র করেই থামতে হয়েছে। তার আগে ডুরান্ড ফাইনালে নর্থইস্ট ইউনাইটেডের কাছে হার। ঠিক একইভাবে এগিয়ে গিয়েও নির্ধারিত সময়ে ম্যাচ ড্র। এবার দরজায় কড়া নাড়ছে আন্তর্জাতিক টুর্নামেন্ট। রাত পোহালেই এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ ২-এর প্রথম ম্যাচ খেলতে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রতিপক্ষ তাজিকিস্তানের দল এফসি রাভাহান। প্রতিপক্ষ দলের কোচ মামি নাজারজাদে মাসুদ কলকাতায় পা রাখার আগে ভারতীয় ফুটবল তথা প্রতিপক্ষ মোহনবাগান সম্পর্কে খোঁজ খবর নিয়েই এসেছেন।
তিনি বলছিলেন, “আমি ভারতীয় ফুটবল সম্পর্কে জানি। ওরা কতটা উন্নতি করেছে। গত পাঁচ মরসুমে মোহনবাগান কী করেছে সেটাও জানি। ওরা ভাল দল। আইএসএল শুরু হয়েছে। এটা বিষয় নয় সময়টা মরসুমের শুরু না শেষ। সবার ভাল ফিজিক্যাল কন্ডিশনে থাকাটাই জরুরী।আমার ভারতে থাকা বন্ধুদের থেকে আমি খোঁজ নিয়েছি মোহনবাগান সম্পর্কে।”
পিছিয়ে নেই মোহনবাগান কোচ হোসে মোলিনাও। তিনিও প্রতিপক্ষকে আগে থেকেই মেপে নিয়েছেন। বলছিলেন, “অবশ্যই ওদের খেলা দেখেছি। ওদের বেশ কয়েকটি ম্যাচ দেখেছি। ওরা খুব ভাল দল। আমাদের জন্য কঠিন ম্যাচ। লড়াই করতে হবে।” এর সঙ্গেই তিনি জুড়ে দেন, ”এই ম্যাচ কঠিন হলেও ঘরের মাঠে সমর্থকরা আমাদের সঙ্গে রয়েছে।”
আইএসএল-এর শুরুটা মোটেও ভাল হয়নি মোহনবাগানের। এক পয়েন্ট পেলেও দলের নানা ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে তার মধ্যে অন্যতম দলের রক্ষণ। যার ভুল বার বার দলকে সমস্যায় ফেলছে। তবে তা মানতে নারাজ কোচ মোলিনা। বলছেন, “আমি মনে করি না এটা ঠিক।
আমরা আমাদের সেরা দলকে নামাবো। আমার দলের উপর আস্থা রয়েছে। গোল হজম না করাটা লক্ষ্য, সঙ্গে গোল করাটাও। তবে সব ম্যাচ আলাদা। জেতার চেষ্টা করব। কখনও কখনও কিছু ভুল বড় ধাক্কা হয়। সেটা কমাতে হবে। সব সময় একরকম হয় না।”
আইএসএল-এ মুম্বইয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করার পর হাতে পাঁচদিন সময় পেয়েছে মোহনবাগান ভুলত্রুটিগুলো শুধরে নেওয়ার জন্য। আর দলের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী মোহনবাগান শিবির। কোচ মোলিনা বলছিলেন, “আমাদের প্রস্তুতি ভাল হয়েছে। শেষ ম্যাচ আইএসএল খেলেছি। কালকের ম্যাচের জন্যও আমরা তৈরি। চেষ্টা করব আমাদের সেরাটা দিতে। গোল করার চেষ্টা করব, কম গোল খাওয়ার চেষ্টা।”
একই কথা বলছিলেন দলের রক্ষণের ভরসা টম আলড্রেডও। তাঁকেও শুরুতেই সমালোচনার মুখে পড়তে হয়েছে কারণ অবশ্যই দলের রক্ষণের পরিস্থিতি। তিনি বলছিলেন, ‘’কালকের ম্যাাচের জন্যআমরা তৈরি।। সবাই ফিট রয়েছে। প্রতিদিন আমরা নতুন নতুন করে শিখছি।নতুন দল, নতুন কোচ একটু সময় দিতে হবে। একজন ডিফেন্ডার হিসেবে সব সময়ই চাইব ক্লিনশিট রাখতে।।” এর সঙ্গে তিনি এই আত্মবিশ্বাসও দেখান , যতটা উন্নতি এই ক’দিনে তাঁরা করেছে তা প্রমাণ হবে এএফসির প্রথম ম্যাচে।
এবার টম আলড্রেডের কথার রেশ ধরেই মোলিনা বলেন, “আমরা প্রতিদিন শিখছি। যেভাবে পরিস্থিতি আসে সেভাবে শিখি। আমরা আমাদের সেরা দলকে নামাবো। একদম আলাদা টুর্নামেন্ট এসিএল২। অন্য লড়াই। কিন্তু আমরা আলাদা কিছু করব না আমাদের যেটা করার সেটাই করব। কারণ দল বদলাচ্ছে না। আইএসএল এবং এএফসির মধ্যে খেলায় সেদিক থেকে দেখতে গেলে কোনও পার্থক্য নেই।”
জেমি ম্যাকলারেনকে নিয়ে সংশয় রয়েছে। যদিও কোচ বলছেন তিনি সুস্থ হচ্ছেন। তবে অনুশীলনে এদিন দেখা গেল না রডরিগেজকে। যা খবর পরিবর্ত হিসেবে মাঠে দেখা যেতে পারে জেমিক।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার