Tuesday, December 3, 2024
No menu items!
Google search engine
Homeফুটবল জুয়ান ফেরান্দো-র সঙ্গে চুক্তি নবীকরণ মোহনবাগানের

 জুয়ান ফেরান্দো-র সঙ্গে চুক্তি নবীকরণ মোহনবাগানের

অলস্পোর্ট ডেস্ক: জুয়ান ফেরান্দো যে মোহনবাগানের সঙ্গে থাকছেন তা আগেই ঠিক হয়ে গিয়েছিল। তাঁর কোচিংয়েই গত আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতার দল। আর তার পুরস্কার স্বরূপ আরও এক বছরের জন্য দলের দায়িত্বে থাকছেন তিনি। এএফসি কাপ দিয়ে নতুন মরসুম শুরু করবে মোহনবাগান ক্লাব। তার আগে কোচের সঙ্গে চুক্তির অধ্যায়টা সেরে ফেলল ক্লাব। সফল কোচের হাত ধরেই ১৫ জুলাই থেকে অনুশীলন শুরু করবে মোহনবাগান প্লেয়াররা।

গতবারের অধরা এএফসি কাপ এবার নিশ্চই ঘরে তুলতে চাইবেন কোচ ফেরান্দো। সেই লক্ষ্যে আরও ভাল দল গড়তে চাইছে টিম ম্যানেজমেন্ট। আর দায়িত্বে অবশ্যই ফেরান্দো। তাঁর সঙ্গে নতুন চুক্তির পর দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা বলেন, ‘‘জুয়ানের সঙ্গে নতুন মরসুমের চুক্তি নবীকরণ করতে পেরে আমরা খুশি। জুয়ান আমাদের ক্লাবকে গতবার আইএসএল চ্যাম্পিয়ন করেছে। নতুন মরসুমে আমরা ওঁর কাছ থেকে আরও সাফল্য ও ট্রফি প্রত্যাশা করছি।’’

মোহনবাগান ক্লাবের সঙ্গে আরও একবছর থাকতে পেরে খুশি জুয়ান ফেরান্দো। তিনি বলেন, ‘‘মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে কোচ হিসেবে আবার আমাকে কাজ করার সুযোগ দেওয়ার জন্? আমি খুশি। দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার কাছে আমি কৃতজ্ঞ। আমি দলের পক্ষ থেকে কথা দিচ্ছি, সামনের মরসুমে সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমরা যেহেতু গতবারের চ্যাম্পিয়ন সে কারণে আমাদের অনেক বেশি। সঙ্গে সদস্য-সমর্থকদের প্রত্যাশাও।’’

জুয়ান আরও বলেন, ‘‘মোহনবাগানের দর্শনই হচ্ছে প্রতিবছর আরও উন্নতি করা ও সাফল্য পাওয়া। এবার আরও শক্তিশালী দল তৈরি হচ্ছে। গতবারের মতো এবারও আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামব। এছাড়াও লক্ষ্য থাকবে এঅফসি কাপে ভাল করার। আমাদের সব প্লেয়াররা ১৫ জুলাইয়ের মধ্য চলে আসছে যে কারণে ওই দিন থেকেই অনুশীলন শুরু হবে।’’

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments