Friday, February 14, 2025
No menu items!
Google search engine
Homeফুটবলমোহনবাগান সুপার জায়ান্ট-এর নতুন জার্সি উদ্বোধন হয়ে গেল

মোহনবাগান সুপার জায়ান্ট-এর নতুন জার্সি উদ্বোধন হয়ে গেল

অলস্পোর্ট ডেস্ক: উদ্বোধন হয়ে গেল মোহনবাগান সুপার জায়ান্ট-এর ২০২৩-২৪ মরসুমের হোম জার্সি। মঙ্গলবার আরপি এসজি-র অফিসে সাংবাদিক সম্মেলন করে নতুন জার্সি উদ্বোধন করলেন দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। জার্সি উদ্বোধন অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দলের দুই ফুটবলার অনিরুদ্ধ থাপা ও জেসন কামিন্স। তিন জনে মিলেই উদ্বোধন করলেন জার্সি। যে জার্সি পরে ঘরের মাঠে খেলতে দেখা যাবে ফুটবলারদের। জার্সির রঙ তো অবশ্যই সবুজ-মেরুন। দু’ভাগে ভাগ করা হয়েছে রঙকে। একদিকে সবুজ আর এক দিকে মেরুন। দু’দিক দিয়ে রয়েছে সরু হালকা সাদা বর্ডার।

অনিরুদ্ধ থাপা ও জেসন কামিন্স এই মরসুমের সব থেকে দামি দুই প্লেয়ার মোহনবাগানের। সেই দুই সর্বোচ্চ মূল্যের ফুটবলারকে দু’পাশে বসিয়েই নতুন মরসুমের ঘোষণা করলেন তিনি। কাতার বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন কামিন্স। তাঁকে ঘিরে সেই রেশ এখনও রয়ে গিয়েছে। বিশ্বকাপের আসরে তাঁর সঙ্গে মেসির ছবি নজর কেড়েছে মোহনবাগান সমর্থকদের। যে কারণে তাঁকে ঘিরে বাড়তি উচ্ছ্বাস কলকাতা ময়দানে। কারণ তিনি খেলে এসেছেন মেসির আর্জেন্তিনার বিপক্ষে। জার্সি উদ্বোধনের মঞ্চ থেকেই তাঁর সেই অভিজ্ঞতার কথা বললেন কামিন্স। তিনি বলেন, ‘‘মেসির বিরুদ্ধে খেলা, তাঁর সঙ্গে কথা বলা একটা বিশেষ মুহূর্ত।’’

কিন্তু বিশ্বকাপ খেলা একজন তারকা কেন মোহনবাগানে? তাঁকে ঘিরে এই প্রশ্নের উত্তরও তিনি দিয়েছেন খুব সহজেই। তিনি খেলতে ভালবাসেন সমর্থকদের সামনে। আর মোহনবাগানের সমর্থকদের উচ্ছ্বাস সম্পর্কে ধারণা রয়েছে তাঁর। তিনি বলেন, ‘‘মোহনবাগানের অফার পেয়ে দ্বিতীয়বার ভাবিনি। কারণ আমার আইএসএল সম্পর্কে ধারণা রয়েছে। মোহনবাগান ক্লাবের ঐতিহ্য সম্পর্কেও জানি। অনেক দর্শকদের সামনে খেলতে পারব সেটা ভেবেই ভাল লাগছে। আশা করছি এই মরসুম খুব ভাল হবে।’’

জার্সি উদ্বোধনের মঞ্চ থেকে সঞ্জীব গোয়েঙ্কা বলেন, ‘‘নতুন জার্সির জন্য সমর্থকদের কাছে নকশা চাওয়া হয়েছিল। পাঁচ হাজার নকশা জমা পড়েছিল। সেখান থেকেই বেছে নেওয়া হয়েছে এই জার্সির ডিজাইন।’’ দর্শকদের দাবি মেনেই দলের নাম বদলের ঘোষণা করেছিলেন তিনি। আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর মাঠেই মোহনবাগান নামের সামনে থেকে এটিকে তুলে দেওয়ার কথা ঘোষণা করা হয়। জানানো হয় নতুন মরসুমে মোহনবাগান খেলবে মোহনবাগান সুপার জায়ান্ট নামে। সেই নামেই তৈরি হয়ে গেল নতুন মরসুমের নতুন জার্সি।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments