অলস্পোর্ট ডেস্ক: প্রথম ম্যাচ সহজেই জিতে যাওয়ার পর ডুরান্ড কাপ ২০২৩-এ মোহনবাগান সুপার জায়ান্টের দ্বিতীয় প্রতিপক্ষ রাউন্ডগ্লাস পঞ্জাব এফসি। ডার্বির আগে এই ম্যাচ জিতে গেলেই আত্মবিশ্বাসের তুঙ্গে পৌঁছে যাবে মোহনবাগান। গ্রিক কোচ স্টাইকোস ভারগেটিসের নেতৃত্বে ২৬ সদস্যের রাউন্ডগ্লাস পঞ্জাব এফসি দলকে যদিও সহজে নিচ্ছেন না বাগান কোচ জুয়ান ফেনান্দো। এই ম্যাচে কোচের ভূমিকায় ডাগ আউটে দেখা যাবে তাঁকেই। প্রথম ম্যাচে ছিলেন বাস্তব রায়। তিনি থাকবেন সহকারির ভূমিকায়।
পঞ্জাব দলের সম্পদ স্লোভেনিয়ার লুকা মাজসেন। এক কথায় তিনি গোল মেশিন। যিনি এখনও পর্যন্ত ভারতে তাঁর বিভিন্ন ক্লাব মিলিয়ে চার মরসুমে ৫০টিরও বেশি গোল করেছেন। লিওন অগাস্টিন, অমরজিৎ কিয়াম এবং গোলে নেপালি কিরণ লিম্বুর মতো প্লেয়াররাই এই দলের শক্তি।
দলের অধিনায়ক লুকা বলেন, “আমরা খেলতে নামার জন্য অপেক্ষা করছি। আমাদের কাছে গত মরসুমের খেলোয়াড়দের একটি ভারসাম্যপূর্ণ দল রয়েছে পাশাপাশি বেশ কিছু নতুন খেলোয়াড় রয়েছে। আমরা জানি আমরা একটি বড় ক্লাবের বিপক্ষে খেলছি এবং আমরা আমাদের প্রতিপক্ষকে সম্মান করলেও আমরা আমাদের পরিকল্পনা নিয়ে দৃঢ়তার সঙ্গেই এগিয়ে যাব। এটি মরসুমের শুরুর দিক, তাই আমরা দেখতে চাই যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি এবং নিজেদের মূল্যায়ন করতে চাই, সামনের দীর্ঘ মরসুমের জন্য আমাদের উন্নতি করতে হবে।”
“আমাদের পরিকল্পনা হল দলের রক্ষণ সামলে আক্রমণে যাওয়া। এমন একটি দল হয়ে ওঠা যারা প্রতিপক্ষের সম্ভাব্য সুযোগকে আটকে দিতে সক্ষম হবে। একই সময়ে, আমরা জানি মোহনবাগানের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলতে চলেছি। সে কারণে আমরা আমাদের আক্রমণেও ভারসাম্য আনার চেষ্টা করছি, ”কোচ ভার্গেটিস বলেন।
অন্যদিকে মোহনবাগান সুপার জায়ান্ট দারুণ ফুটবল খেলছে। তারা একাধিক টুর্নামেন্টে ভাল ফল করছে এবং তাদের তরুণ প্রতিভা অসাধারণ। এই টুর্নামেন্টের প্রথম খেলায় মাত্র তিনজন প্রথম দলের খেলোয়াড়কেই খেলিয়েছিল মোহনবাগান। তার পরও অসাধারণ ফুটবল খেলেছে মোহনবাগান। পঞ্জাব ম্যাচের পরই কলকাতা ডার্বি খেলতে হবে। এই ম্যাচকে তার প্রস্তুতি বলেও ভুল হবে না। মোহনবাগান চাইবে এই ম্যাচ জিতেই ডার্বির প্রস্তুতি নিতে।
তবে মোহনবাগানকে পর পর ম্যাচ খেলতে হচ্ছে। যার ফলে ক্লান্তি একটা বড় সমস্যা হতে পারে দলের জন্য। পাঁচদিনে তিনটি ম্যাচ খেলতে হচ্ছে সবুজ-মেরুন ব্রিগেডকে। যে কারণে যুব দলের সঙ্গে এই ম্যাচে যুক্ত হতে পারেন সিনিয়র দলের কয়েকজন ফুটবলার। দেখা যেতে পারে বিদেশিদেরও। রবিবার ক্লোজডোর অনুশীলন ছিল ফেরান্দোর। যে কারণে মন করা হচ্ছে দলের তুরুপের তাস তৈরি করেই এই ম্যাচে পরীক্ষা করতে চাইছেন কোচ।
ফেরান্দো বলেন, ‘‘পঞ্জাব এবার আইএসএল খেলবে। গতবার ওদের আই লিগের ম্যাচে দেখেছি। তাই ওদের সম্পর্কে ধারণা রয়েছে। তবে এই দলে অনেক নতুন মুখ রয়েছে। যারা অচেনা। তাই আমরাও শক্তি বাড়িয়ে মাঠে নামব।’’ এই কথা থেকেই স্পষ্ট দলে বদল আনছেন মোহনবাগান কোচ। তবে তিনি এও মনে করিয়ে দিয়েছেন, ১০দিন পর এএফসি কাপের ম্যাচ রয়েছে। আর সেটা সব থেকে গুরুত্বপূর্ণ।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার