অলস্পোর্ট ডেস্ক: ইরানে যুদ্ধ পরিস্থিতি। আর সেখানেই ২ অক্টোবর ট্রাক্টর এসসির বিরুদ্ধে এসিএল-২- ম্যাচ রয়েছে মোহনবাগান এসজির। কিন্তু এই যুদ্ধ পরিস্থিতিতে বেঁকে বসেছেন মোহনবাগানের বিদেশি ফুটবলাররা। নিরাপত্তা নিয়ে সরব না হলেও প্রশ্ন তুলছেন দেশীয় ফুটবলাররাও। এদিকে ইজরায়েলি হানায় নিহত হয়েছেন ইরানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন হেজবুল্লার প্রদান হাসান নাসারাল্লা। আর সেকারণেই সে দেশে পাঁচদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। সেই পরিস্থিতিতে ২ অক্টোবর সেখানে খেলা হওয়া সম্ভব নয়। যা মোহনবাগান কর্তৃপক্ষকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে নিশ্চিত।
শনিবারই বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে আইএসএল ২০২৪-২৫ ম্যাচে খেলতে নেমেছিল মোহনবাগান। সেই ম্যাচে ০-৩ গোলে হারের মুখ দেখতে হয়েছে দলকে। সেখান থেকেই ইরান উড়ে যাওয়ার কথা ছিল সবুজ-মেরুন ব্রিগেডের। প্রাথমিকভাবে দলের বিদেশিরা বেঁকে বসলেও, সে দেশের পরিস্থিতির জন্য শেষ পর্যন্ত সেখানে না গিয়ে কলকাতায় ফিরে আসছে মোহনবাগান।
প্রাথমিকভাবে যা জানা যাচ্ছিল, এএফসি মোহনবাগানের নিরাপত্তার যাবতীয় দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছিল। তাতেও নাকি সন্তুষ্ট নন দলের বিদেশিরা। মোহনবাগনের তরফে ভেন্যু পরিবর্তনের আবেদনও নাকি করা হয়েছিল। তাতে রাজি হয়নি এএফসি। এই পরিস্থিতিতে এএফসি-র কী সিদ্ধান্ত হতে পারে তা এখনও স্পষ্ট নয়। মোহনবাগানের ইরান খেলতে না যাওয়া নিয়েও কোনও পক্ষের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার