অলস্পোর্ট ডেস্ক: স্বাধীনতা দিবসের দিন এএফসি-র লক্ষ্যে যাত্রা শুরু করতে চলেছে মোহনবাগান এসজি । ১৫ অগস্ট এএফসি’র যোগ্যতা নির্ণায়ক ম্যাচে মোহনবাগানের প্রতিপক্ষ কে হবে তা এখনও নিশ্চিত নয়। এএফসি সাউথ জোনের প্রথম ম্যাচে মুখোমুখী হচ্ছে নেপালের মাচিন্দা এফসি ও ভুটানের পারো এফসি। এই দুই দলের ফলের উপরই নির্ভর করছে মোহনবাগানের প্রতিপক্ষ। মাচিন্দা ও পারোর মধ্যে যারা জিতবে তারাই ১৫ অগস্ট খেলবে মোহনবাগানের বিরুদ্ধে। তবে প্রতিপক্ষ নয় বাগানের সামনে লক্ষ্য শুধুই জয়। জিতলে তবেই পরের ম্যাচ।
১৫ অগস্টের ম্যাচে জয় পেলে মোহনবাগানের পরের ম্যাচ রয়েছে ২২ অগস্ট। সেই ম্যাচেও তারা কাদের বিরুদ্ধে খেলবে সেটাও নির্ভর করবে অন্য আর একটি ম্যাচের উপর। বাংলাদেশের ঢাকা আবাহনী ও মলদ্বীপের ক্লাব ঈগল এফসি ম্যাচে যে জিতবে সেই হবে ২২ অগস্ট মোহনবাগানের প্রতিপক্ষ। এই দু’টি ম্যাচে জয় পেলেই এবারের এএফসি কাপে খেলার যোগ্যতা অর্জন করবে মোহনবাগান সুপার জায়ান্ট। আর সে কারণেই কোমর বেঁধে নামতে চাইছে কলকাতার দল।
এএফসি কাপের মূল পর্বে সবুজ-মেরুনের গ্রুপে সম্ভাব্য প্রতিপক্ষরা হল বাংলাদেশের বসুন্ধরা কিংস, মলদ্বীপের মাজিয়া এফসি এবং ভারত থেকে সুপার কাপ জয়ী ওড়িশা এফসি৷ যদিও মূলপর্বের সূচি এখনও প্রকাশ করেনি এএফসি।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার