Saturday, February 15, 2025
No menu items!
Google search engine
Homeফুটবলএএফসি কাপ ২০২৩-এ ভুবনেশ্বরে মোহনবাগান বনাম বসুন্ধরা ম্যাচের সময় পরিবর্তন

এএফসি কাপ ২০২৩-এ ভুবনেশ্বরে মোহনবাগান বনাম বসুন্ধরা ম্যাচের সময় পরিবর্তন

অলস্পোর্ট ডেস্ক: আগামী ২৪ অক্টোবর মোহনবাগান সুপার জায়ান্ট ও বাংলাদেশের বসুন্ধরা কিংসের মধ্যে এএফসি কাপ ২০২৩-এর গ্রুপ পর্বের যে ম্যাচ হওয়ার কথা, তার কিক অফের সময় বদলানো হল। ম্যাচটি ওই দিন দুপুরে সাড়ে তিনটে থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সম্প্রতি সিদ্ধান্ত নেওয়া হয়েছে ম্যাচটি আরও পিছিয়ে দেওয়া হবে এবং তা শুরু করা হবে রাত সাড়ে ন’টা থেকে। বুধবার নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে তা জানিয়েও দেওয়া হয় মোহনবাগান এসজি-র পক্ষে।

মোহনবাগানের হোম ম্যাচ হলেও ওই সময় কলকাতায় দুর্গাপুজোর উৎসব চলবে। ফলে ম্যাচের জন্য যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা করতে অসুবিধা হবে পুলিশের। সে জন্যই ম্যাচটি সরিয়ে নিয়ে যাওয়া হয় ভুবনেশ্বরে। কিন্তু ওই দিন একই মাঠে ওডিশাও তাদের হোম ম্যাচ খেলবে মলদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিরুদ্ধে। বিকেল সাড়ে পাঁচটা থেকে এই ম্যাচটি শেষ হয়ে যাওয়ার পরে মোহনবাগান ও বসুন্ধরার মধ্যে ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ন’টা থেকে।

চলতি এএফসি কাপের গ্রুপ লিগ পর্বে ভারতের দুই ক্লাব মোহনবাগান এসজি এবং ওডিশা এফসি খেলছে ‘ডি’ গ্রুপে। দু’টি ম্যাচের দু’টিতেই জয় পেয়ে মোহনবাগান এই গ্রুপে রয়েছে শীর্ষে। একটি জয় অর্জন করে দ্বিতীয় স্থানে রয়েছে। বসুন্ধরা কিংসের অর্জিত পয়েন্ট সংখ্যা তাদের সমান হলেও গোল পার্থক্যের বিচারে পিছিয়ে রয়েছে তারা। তাই তারা আছে তিন নম্বরে। তবে ওডিশা এখন পর্যন্ত একটিও জয় না পাওয়ায় তারা আছে লিগ টেবলে সবার নীচে।

পয়েন্টের খাতা খুলতে হলে আগামী ম্যাচে ওডিশাকে জিততেই হবে। অন্য দিকে মোহনবাগানের পক্ষেও এই ম্যাচে জয় খুবই জরুরি। কিন্তু পুরোপুরি ঘরের মাঠের পরিবেশ তারা পাবে না। কারণ, ম্যাচটি হবে প্রতিবেশী রাজ্যে। যদিও কলকাতা থেকে সেখানে সমর্থকদের যাওয়ার তেমন অসুবিধা নেই এবং ওডিশার রাজধানী এই শহরে সবুজ-মেরুন বাহিনীর প্রচুর সমর্থকও রয়েছেন। তাই ঘরের মাঠের মতোই পরিবেশ পাওয়া যায় এখানে। সেই পরিবেশ তারা কতটা কাজে লাগাতে পারবে, সেটাই দেখার।

মোহনবাগান এসজি তাদের প্রথম ম্যাচে ওডিশা এফসি-কে ৪-০-য় হারায় কলকাতার দল। সেইদিনই অন্য ম্যাচে মাজিয়ার কাছে ১-৩-এ হারে বসুন্ধরা। পরের ম্যাচে বসুন্ধরা যে দিন ৩-২-এ বসুন্ধরাকে হারায়, সে দিনই মোহনবাগান ২-১-এ হারায় মাজিয়াকে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments