নিজস্ব সংবাদদাতাঃ সুপার কাপের শুরুটা দুর্দান্ত করল এটিকে মোহনবাগান। আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর কয়েক দিনের ছুটি কাটিয়ে সুপার কাপ খেলতে নামে। আর প্রথম ম্যাচেই গোকুলাম কেরালা এফসিকে ৫-১ গোলে হারাল মোহনবাগান। এদিন ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে থাকে সবুজ মেরুন ব্রিগেড।
ম্যাচের ৭ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন এটিকে মোহনবাগানের ফুটবলার লিস্টন কোলাসো। শুরুতে প্রতিপক্ষকে গোল দেওয়ায় স্বাভাবিক ভাবেই আত্মবিশ্বাস বেড়ে যায় ফেরান্দোর শিষ্যদের। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি বাগান শিবিরকে। ৭ মিনিটে গোলের পর লিস্টনই ২৭ মিনিটের মাথায় ফের গোল করে দলকে এগিয়ে দেন। ২ গোলে এগিয়ে যাওয়ায় কার্যত ম্যাচ নিজেদের দখলে নিয়ে নেয় প্রীতম কোটালরা।
৩১ মিনিটের মাথায় গোলের দিকে বল এগিয়ে নিয়ে যান কিয়ান নাসিরি। তবে অল্পের জন্য সেই সুযোগ তিনি হাতছাড়া করেন কিয়ান। কিন্তু থেমে থাকেনি বাগান শিবির। প্রথমার্ধের একেবারে শেষে ফের গোল করে মোহনবাগান। এবার গোল করেন হুগো বৌমস। ৩-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে। দ্বিতীয়ার্ধের শুরু থেকেও নিজেদের সেই দাপট বজায় রাখে প্রীতম ব্রিগেড। একাধিক গোলের সুযোগ নষ্ট না হলে, আরও বেশি গোল হতেই পারত। কিন্তু তা হয়নি। ৬২ মিনিটের মাথায় চতুর্থ গোলটি করেন মনবীর সিং। এরপরই ডিভেন্সিভ ফুটবল খেলতে থাকে বাগান। গতিও কিছুটা কমিয়ে আনেন তারা। অবশ্য তাতে লাভের লাভ কিছু হয়নি গোকুলামের। কারণ ততক্ষণে ম্যাচ হাতের বাইরে চলে গিয়েছে। তবে ৭০ মিনিটের মাথায় গোল করে ব্যবধান কমান সার্জিও মেন্ডিগুটসিয়া।
ম্যাচের একেবারে শেষ ফের গোল করে মোহনবাগান। ইঞ্জুরি টাইমে ৯৩ মিনিটের মাথায় গোল করেন কিয়ান। সুপার কাপের প্রথম ম্যাচেই নিজেদের দাপট বজায় রাখল বাগান শিবির। প্রীতম কোটালদের পরের ম্যাচ আগামী শুক্রবার জামশেদপুর এফসির বিরুদ্ধে।