মুনাল চট্টোপাধ্যায়: বৃহস্পতিবার রাতে কলকাতা শহরে পা রাখছেন মোহনবাগান সুপার জায়ান্টের চিফ কোচ হোসে মোলিনা। ডুরান্ডের প্রথম ম্যাচে তাঁর অনুপস্থিতিতে মহমেডানের বিরুদ্ধে সিনিয়র দলের দায়িত্ব সামলাবেন সহকারী কোচ বাস্তব। মোলিনা আসার পর সিনিয়র দলের ভার তুলে নেবেন নিজের হাতে। তবে ডুরান্ডের দ্বিতীয় ম্যাচ থেকেই মোলিনা যে ডাগ আউটে বসবেন, এমনটা এখনই বলা যাচ্ছে না। তিনি আসার পরই সেটা জানা যাবে।
তবে এটুকু টিম ম্যানেজমেন্টের তরফ থেকে জানা গেছে , মোলিনার তত্ত্বাবধানে সিনিয়র ফুটবল দলের অনুশীলন রাজারহাটের সেন্টার অফ এক্সেলেন্স থেকে ১ আগস্ট চলে আসবে মোহনবাগান মাঠে। মোলিনা চলে এলে স্বাভাবিকভাবেই সবুজ মেরুনের বিদেশি ফুটবলারদেরও কলকাতায় একে একে পা রাখা শুরু হবে। ১ আগস্ট সকালের বিমানে আসছেন ডিফেন্ডার টম আলড্রেড। বাকিদের আসার দিন এখনও জানা যায়নি। এসেই যে তাঁরা ডুরান্ড কাপের ম্যাচ খেলতে সঙ্গে সঙ্গে নেমে পড়বেন, এমন নয়। মোলিনার সঙ্গে পরামর্শ করে বিদেশি ফুটবলারদের ফিটনেস দেখে তাঁদের ব্যবহার করার কথা ভাববে কোচিং গ্রুপ।
তাই ডুরান্ডের প্রথম ম্যাচে ঘরের সতীর্থদের নিয়েই মহমেডান ম্যাচ জিততে মুখিয়ে আইএসএল শিল্ড ও কাপ জয়ী গোল্ডেন গ্লাভস খেতাবের অধিকারী গোলকিপার বিশাল কাইথ। তাঁর কাছে এই মিনি ডার্বিটা বেশি গুরুত্বপূর্ণ ও মর্যাদার অধিনায়কত্বের আর্মব্যান্ড হাতে থাকবে বলে। রিহ্যাবে আছেন দলের প্রকৃত অধিনায়ক শুভাশিস বসু। ডুরান্ডের প্রথম ম্যাচে তিনি নেই। তাই মহমেডানের বিরুদ্ধে নেতৃত্বে বিশাল। যা বিশালকে বিশেষ ভাবে গর্বিত ও উজ্জীবিত করছে ভাল খেলতে।
বিশাল বলেই দিলেন, ‘ ডার্বি সবসময় স্পেশাল। সেটা ইস্টবেঙ্গল বা মহমেডান, যার সঙ্গেই খেলা হোক না কেন। সেরা দিতে তৈরি থাকছি, ম্যাচ জিততে। যেহেতু গ্রুপ থেকে একটা দলই কোয়ার্টারফাইনাল যাবে, তাই প্রথম ম্যাচে জয় পাওয়া জরুরি। গ্রুপের দ্বিতীয় সেরা দল হিসেবে কোয়ার্টারফাইনালে যাওয়ার দিকে তাকিয়ে থাকাটা ঝুঁকি হয় যাবে। দলে কে আছে, কে নেই, তা নিয়ে ভাবছি না। একটা দল হিসেবে লড়াইয়ের জন্য তৈরি ডুরান্ড কাপ জেতার লক্ষ্যে কোচের নির্দেশে।’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার





