অলস্পোর্ট ডেস্ক: জল্পনা ছিলই, শেষ পর্যন্ত নন্দ কুমার সেকার-কে দলে নিল ইস্টবেঙ্গল এফসি। এই মুহূর্তে ভারতীয় দলে রয়েছেন নন্দ কুমার। নজর কেড়েছেন জাতীয় কোচ ইগর স্টিমাচেরও। আইএসএল-এ ওড়িশা এফসির হয়ে দুরন্ত ছন্দে ছিলেন তিনি। করেছেন ১১টি গোল। ১৫-র বেশি গোলে সাহায্য করেছেন তিনি।
গত মরসুমে ওড়িশা এফসির হয়ে দুরন্ত ছন্দে ছিলেন নন্দ কুমার। তাঁর সঙ্গে আগেই চুক্তি সেরে ফেলেছিল ইস্টবেঙ্গল। ট্রান্সফার উইন্ডো খুলতেই নাম ঘোষণা করে দেওয়া হল এই উইঙ্গারের। নন্দ কুমারকে দলে নেওয়া নিয়ে ইমামি গ্রুপের তরফে দেবব্রত মুখোপাধ্যায় বলেন, ‘‘নন্দ কুমারকে ইস্টবেঙ্গল স্বাগত জানাতে পেরে আমরা আপ্লুত। গত মরসুমে দারুণ খেলেছেন তিনি এবং আমরা আত্মবিশ্বাসী সেই সাফল্যকে ইস্টবেঙ্গলে ছাঁপিয়ে যাবেন তিনি কোচ কার্লোসের কোচিংয়ে।’’
কোচ কার্লোস নন্দ কুমারের অন্তর্ভুক্তি নিয়ে বলেন, ‘‘নন্দ কুমারকে দলে পেয়ে আমরা খুশি। ও এমন একজন প্লেয়ার যে ক্রমশ নিজের উন্নতি করেছে প্রতিবছর এবং ও এই মুহূর্তে কেরিয়ারের সেরা ছন্দে রয়েছে। গত বছর দারুণ খেলেছে আইএসএল ও সুপার কাপে। ওড়িশার সুপার কাপ জয়ের পিছনেও বড় ভূমিকা রেখেছে। আমার বিশ্বাস আমাদের দলের আক্রমণ বিভাগকে শক্তিশালী করবে নন্দ কুমারের অন্তর্ভুক্তি।’’
গত মরসুমে ২৭ বছরের নন্দ কুমার ওড়িশা এফসির হয়ে ৯৫ শতাংশ ম্যাচ খেলেছেন। আইএসএল-এ ভারতীয়দের মধ্যে তৃতীয় সর্বোচ্চ স্কোরার তিনিই। গত মরসুমে ২০টি গোলে অ্যাসিস্ট করা ছাড়াও করেছেন ছ’টি গোল। তাঁর এই পারফর্মেন্স দেখেই জাতীয় দলে ডেকে নিয়েছেন স্টিমাচ। এই মুহূর্তে রয়েছেন ইন্টারকন্টিনেন্টাল কাপ দলে। আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপ দলেও রয়েছেন তিনি।
ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত হতে পেরে খুশি নন্দ কুমার। তিনি বলেন, ‘‘ভারতের সব প্লেয়ারই চায় ইস্টবেঙ্গলের মতো বড় দলের সঙ্গে যুক্ত হতে। আমি আমার কেরিয়ারের এমন একটা জায়গায় রয়েছি যেখান থেকে পরীক্ষা-নিরিক্ষার মাধ্যমে নিজের খেলাকে অনেক উঁচুতে পৌঁছে দেওয়া। আমি আমার কেরিয়ারের প্রথম পেশাদার গোল করেছিলাম ইস্টবেঙ্গলের বিরুদ্ধে চেন্নাই সিটি এফসির হয়ে ২০১৭-তে। এখন আমি সেই ঐতিহাসিক ক্লাবের প্রতিনিধিত্ব করতে চলেছি। আমি আমার নতুন ক্লাবের হয়ে নিজের সেরাটা দিতে চাই এবং দলকে একটা উচ্চতায় পৌঁছে দিতে চাই। লাল-হলুদ জার্সি পরে সমর্থকদের ভালবাসা উপভোগ করার জন্য মুখিয়ে রয়েছি।’’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার