সুচরিতা সেন চৌধুরী: দুই ম্যাচের দুই সেরাকে নিয়েই দুই দলের দুই কোচ অস্কার ব্রুজোঁ ও সার্জিও লোবেরা এসেছিলেন প্রি-ম্যাচ সাংবাদিক সম্মেলনে। যাঁরা গত ম্যাচে আত্মবিশ্বাস দিয়েছেন দলকে। এদিকে ইস্টবেঙ্গলের নাওরেম মহেশ আর অন্যদিকে ওড়িশা এফসির লালরিনজুয়ালা। ঘরের মাঠে নামার আগে যতটা আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গলের মিডিও মহেশ, ততটাই লাল-হলুদ আক্রমণ আটকাতে তৈরি ওড়িশা ডিফেন্ডার লালরিনজুয়ালা। কোচের পাশে বসে আরও একবার দলকে আত্মবিশ্বাস দিয়ে গেলেন তাঁরা। বৃহস্পতিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে নামার আগে দু’পক্ষের ভাবনাতেই শুধু তিন পয়েন্ট।
এদিকে টানা সাত ম্যাচে জয়ের মুখ না দেখে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া ইস্টবেঙ্গল মোক্ষম সময়ে ঘুরে দাঁড়িয়েছে ঘরের মাঠে নর্থইস্ট ইউনাইটেডকে হারিয়ে। তার পরের ম্যাচই চেন্নাইকে তাদের ঘরের মাঠে হারিয়ে এবার নিজের ঘরের মাঠে হ্যাটট্রিকের লক্ষ্যে ইস্টবেঙ্গল। আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে তা নিয়ে কোনও সংশয় নেই। মেনেও নিলেন মহেশ। একটা সময়ের পর নিজেও ফর্ম ফিরে পেয়েছেন। মেনে নিলেন সে কথা। বলছিলেন, “এএফসি কাপ থেকে আমি নিজেকে ফিরে পেয়েছি। তার পর নতুন কোচ আসার পর তার কোচিংয়ে অনেকটাই নিজেকে ফিরে পেয়েছি। দলের জন্য নিজের সেরাটা দিয়ে যাওয়াই লক্ষ্য আমার।”
কুয়াদ্রাত পরবর্তী সময়ে ডার্বি থেকে দলের দায়িত্ব নেওয়া অস্কার ব্রুঁজোর পায়ের তলায় মাটি খুঁজে পেতে লেগে গিয়েছে সাত ম্যাচ। তার মাঝে অবশ্য ভূটানের মাটিতে এএফসিতে লাল-হলুদের সাফল্য দলকে আলাদা আত্মবিশ্বাস জুগিয়েছিল। তাতে ভর করেই আইএসএল ২০২৪-২৫-এ শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়েছে দল। মহেশ বলছিলেন, “জিততে থাকলে আত্মবিশ্বাস বেরে যায়। আর কোচ কী চায় সেটা আমরা জানি, বুঝি। পরিকল্পনা অনুযায়ী ই খেলব।”
গত ম্যাচে দ্বিতীয়ার্ধে জোড়া গোলের রহস্য প্রসঙ্গে বলতে গিয়ে কোচের পরিকল্পনার কথাই আবার তুলে ধরেছেন মহেশ। বলেন, “কোচ বলেই দিয়েছিলেন ধরে খেলতে। আমরা সেই মতো দ্বিতীয়ার্ধে চাপ বাড়াই। ওরা মনে হয় ততক্ষণে কিছুটা ক্লান্ত হয়ে পড়েছিল। আমাদের সেটাই কাজে লাগে।” কোচের মতো মহেশও জয়ের হ্যাটট্রিকের স্বপ্নই দেখছে।
এদিকে ইস্টবেঙ্গলের আক্রমণকে সমীহ করছেন ওড়িশার অন্যতম ডিফেন্ডার লালরিনজুয়ালা। প্রতিপক্ষের আক্রমণকে আটকাতে যে তাঁকে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে সেটাও জানেন। বলছিলেন, “ওদের আক্রমণকে আমাদের আটকাতে হবে। জানি সেটা খুব সহজ হবে না। ওদের খুব শক্তিশালী অ্যাটাকিং প্লেয়ার রয়েছে ভারতীয় ও বিদেশি মিলে। আমাদের ফোকাস ঠিক রাখতে হবে এবং ক্লিনশিট রাখতে হবে।”
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার