অলস্পোর্ট ডেস্ক: শেষ বাঁশি পর্যন্ত মনে হচ্ছিল না নির্ধারিত সময়ের মধ্যে ম্যাচ শেষ হবে। এখনও পর্যন্ত একটিও কোয়ার্টার ফাইনাল ম্যাচ ৯০ মিনিটে শেষ হয়নি। দুটো ম্যাচ তো টাইব্রেকারে শেষ হয়েছে। এই পরিস্থিতিতে নেদারল্যান্ডস বনাম তুরস্ক ম্যাচও অনেকটা সময় পর্যন্ত তেমনই ধোঁয়াশায় ছিল। বলা যেতে পারে প্রায় শেষ পর্যন্তই। কারণ এক গোলের ব্যবধান যে কোনও সময় বদলে যেতে পারে সমতায়। এটা দুই দলেরই জানা ছিল। যে কারণে শেষ পর্যন্ত চলল আক্রমণ পাল্টা আক্রমণের পালা। শেষ পর্যন্ত থাকল টানটান উত্তেজনা। কিন্তু শেষ হাসি হাসল কমলা ব্রিগেডই। পিছিয়ে থেকে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতে সেমিফাইনালে ডাচরা। ব্যাডলক তুরস্ক।
প্রথমার্ধেই গোল তুলে নিয়ে চমকে দিয়েছিল তুরস্ক। ম্যাচের তখন ৩৪ মিনিটের খেলা চলছে। কর্ণার পেয়েছিল তুরস্ক। কর্ণার থেকে উড়ে আসা বল ছ’গজ বক্সের মধ্যে ক্রস করেছিলেন আরদা গুলের। সেই উড়ে আসা বলেই সামেত আকায়েদিনের হেড সোজা চলে যায় গোলে। প্রথমেই এগিয়ে যায় তুরস্ক। এর পর প্রায় ৩৫ মিনিট এই ১-০ গোলের ব্যবধান ধরে রাখতে সমর্থ হয় তারা। কিন্তু ৬৯ মিনিটে সমতায় ফেরে নেদারল্যান্ডস।
এক্ষেত্রেও কর্ণার পেয়েছিল নেদারল্যান্ডস। কর্ণার থেকে বল পেয়ে বক্সের মধ্যে ক্রস করেছিলেন মেমফিস ডিপে। ভুল করেননি স্টেফান দে ভির্জও। ছ’গজ বক্সের মধ্যেই যেন এই মাপা ক্রসের জন্য অপেক্ষা করছিলেন তিনি। তাঁর হেডার চলে যায় তুরস্ক গোলে। সমতায় ফেরে নেদারল্যান্ডস। ১-১ হয়ে যাওয়ার পর থেকে দুই দলই ব্যবধান বাড়িয়ে নেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। আর সেই লক্ষ্যেই ভুল করে বসে তুরস্ক। তুরস্কের নিজস্ব গোলেই ২-১-এ এগিয়ে যায় নেদারল্যান্ডস।
ম্যাচের ৭৫ মিনিটে নিজের জালেই বল জড়িয়ে ডাচদের এগিয়ে দেন তুরস্কের মার্ত মুলদুর। আর এই ব্যবধানই শেষ পর্যন্ত ধরে রাখত সক্ষম হয় নেদারল্যান্ডস। এর পর বাকি সময়টা বেশ কিছু নিশ্চিত গোলের সুযোগ তৈরি করে তুরস্ক কিন্তু কখনও নেদারল্যান্ডস রক্ষণ আবার কখনও গোলরক্ষক সেটা কজে লাগাতে দেয়নি। না হলে এদিন ডাচ রক্ষণকে রীতিমতো ব্যস্ত রাখল তুরস্ক আক্রমণ। দুর্ভাগ্য তাদের। ভাল খেলেও হেরে ইউরো কাপ ২০২৪ থেকে ছিটকে যেতে হল। জিতে সেমিফাইনালে পৌঁছে গেল নেদারল্যান্ডস। সেমিতে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার