অলস্পোর্ট ডেস্ক: ব্রাজিলের নতুন কোচ কার্লো আনসেলত্তি নেইমারকে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড় বলে মনে করেন এবং ২০২৬ বিশ্বকাপের জন্য ভালো করে প্রস্তুতি নেওয়ার উপদেশ দিয়েছেন। চোটপ্রবণ এই ব্রাজিলিয়ান তারকা কেরিয়ারের ভালো সময়েই বার বার চোটের কবলে পড়েছেন। ব্রাজিল কোচ তাঁকে উপদেশ দিয়েছেন যে তাঁকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে এবং তাঁর কাছে সেই প্রস্তুতি নেওয়ার জন্য যথেষ্ট সময় রয়েছে বলেও তিনি মনে করেন। বৃহস্পতিবার দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশনের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “বিশ্বকাপের ক্ষেত্রে সে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়, তাঁর কাছে সময় রয়েছে ভালো করে প্রস্তুতি নিয়ে নিজেকে তৈরি করা।” ৩৩ বছর বয়সী নেইমার এই সপ্তাহে ব্রাজিলিয়ান দল স্যান্টোসের সঙ্গে তাঁর চুক্তি বছরের শেষ পর্যন্ত বাড়িয়েছেন। নেইমারের কেরিয়ার চোটে জর্জরিত, এবং স্যান্টোসের হয়ে পাঁচ মাসে মাত্র ১২টি ম্যাচ খেলেছেন, তিনটি গোল করেছেন।
৭৯ গোল করে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা মে মাসের শেষে বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক পর্বের ম্যাচে আনসেলত্তির প্রথম দলে ছিলেন না।
নেইমারের অনুপস্থিতিতে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এই মাসে প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলে জয়ের পরে আগামী বছরের বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করেছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার





