অলস্পোর্ট ডেস্ক: নন্দকুমার, বোরহা হেরেরার পরে এবার লাল-হলুদ জার্সিতে নিশু কুমার । কেরল থেকে এক মরশুমের জন্য লোনে ইস্টবেঙ্গলে যোগ দিলেন নিশু।অনেকদিন ধরেই নিশুকুমারের লাল-হলুদ জার্সিতে যোগ দেওয়ার সম্ভাবনা ছিল। এবার তাতেই সরকারি সিলমোহর পড়ল। কেরালা থেকে লোনে ইস্টবেঙ্গলে যোগ দিলেন এই ডিফেন্ডার।
২০১৮-১৯ সালে বেঙ্গালুরুর আইএসএল জয়ী দলে ছিলেন নিশুকুমার। সেই সময় দলের কোচ ছিলেন কার্লোস কুয়াদ্রাত। এবার তাঁর অধীনেই ইস্টবেঙ্গলে খেলবেন নিশু। দুই উইংয়ে খেলার সমান দক্ষতা রয়েছে নিশুকুমারের। ফলে লাল-হলুদে তাঁর যোগদান রক্ষণকে আরও মজবুত করল। ২৫ বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার ইস্টবেঙ্গলে যোগ দিয়ে উচ্ছ্বসিত। তিনি বলেছেন, “ ইস্টবেঙ্গলের মত ঐতিহ্যশালী ক্লাবে যোগ দিতে পারাটা অত্যন্ত আনন্দের ও গর্বের। এছাড়াও কার্লোস কুয়াদ্রাতের অধীনে খেলার সুযোগ পাচ্ছি এটাও আমাকে ভালো খেলার প্রেরণা জোগাবে। আশা করি লাল-হলুদের অসংখ্য সমর্থকদের সামনে ভাল খেলে প্রত্যাশা পূরণ করতে পারব।
নিজের পুরনো ছাত্রকে দলে নিতে পেরে খুসি কোচ কার্লোস কুয়াদ্রাত। ২০১৭ সালে ফেডারেশন কাপ ও ২০১৮ সালে আইএসএল জয়ের কথা উল্লেখ করে ও নিশুকুমারের ভাল খেলার প্রশংসা করে তিনি বলেছেন, “নিশু একজন পরিশ্রমী ফুটবলার। আইএসএলে প্রচুর ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ওর। আইএসএল জয় ছাড়াও রানার্স হওয়ার অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে। নিশু এমন একজন ফুটবলার যে প্রতি ম্যাচে নিজেকে নিংড়ে দেয়।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার