সুচরিতা সেন চৌধুরী: টানা জিততে থাকা একটা দল যখন হারের মুখ দেখে তখন সেটা হজম করা বেশ কঠিন হয়। মোহনবাগানের ক্ষেত্রেও বিষয়টা অনেকটা এরকমই। এক তো দীর্ঘ অপরাজিত থাকা সঙ্গে ক্লিনশিট, আর এই পারফর্মেন্সই মোহনবাগানকে পৌঁছে দিয়েছিল লিগ টেবলের শীর্ষে। একটা সময় পর্যন্ত বেঙ্গালুরুর সঙ্গে সমান পয়েন্টে থাকার পর সদ্যই তাদের পিছনে ফেলে দুই পয়েন্টে এগিয়ে গিয়েছিল মোহনবাগান। তার পরই গোয়ায় গিয়ে গোয়া এফসির কাছে হারে বড় ধাক্কা খেয়েছে দল। যদিও লিগ টেবলের শীর্ষস্থানটা এখনও তাদেরই দখলে। তাঁর মধ্যেই দলের একাধিক গুরুত্বপূর্ণ প্লেয়ার চোটের জন্য বাইরে। সব মিলে অ্যাওয়ে ম্যাচে পঞ্জাব এফসির বিরুদ্ধে নামার আগে অনেক হিসেব নিকেশ করতে হচ্ছে মোহনবাগান কোচ হোসে মোলিনাকে।
পঞ্জাবের বিরুদ্ধে খেলতে উড়ে যাওয়ার আগে দলের চোট আঘাতের কথা মেনে নিলেন মোলিনা। বলছিলেন, “এটা ঠিক আমাদের দলে বেশ কিছু চোট আঘাত রয়েছে। সব ম্যাচে আমাদের হাতে যেমন অনেক বেশি বিকল্প থাকে এই ম্যাচে সেটা থাকবে না। তবে মোহনবাগান খুব ভাল দল। দলে অনেক ভাল প্লেয়ার রয়েছে। আর তারাই ভাল পারফর্মেন্স করবে।” তবে কাদের উপর ভরসা করে প্রথম একাদশ সাজাবেন তা পরিষ্কার না করলেও তাঁর ইঙ্গিত, তাঁর প্রথা মেনে প্রথম থেকে কামিন্স-ম্যাকলারেন জুটিকে তিনি হয়তো নামাবেন না।
যখন দিমিত্রি পেত্রাতোস ও গ্রেগ স্টুয়ার্ট এক সঙ্গে চোটের জন্য মাঠের বাইরে তখন স্বাভাবিকভাবে এই জুটিকেই প্রথম থেকে খেলাবে কোচ বলে মনে করা হলেও, দিল্লি উড়ে যাওয়ার আগে তিনি অবশ্য তেমন কোনও ইঙ্গিত দিলেন না। বরং বললেন, “গ্রেগ, দিমি আর আশিককে আমরা দলে পাচ্ছি না। কামিন্স-ম্যাকলারেন শুরু করতেও পারে আবার আমাদের হাতে অনেক বিকল্প রয়েছে। আমাদের কাছে সাহাল আছে, আরও অনেকে আছে।” এই অবস্থায় কোচের এতদিনের যা পরিকল্পনা দেখা গিয়েছে তাতে পাঁচ মিডফিল্ডারের সামনে একা ম্যাকলারেনকে দিয়েও তিনি শুরু করতে পারেন।
যদিও ম্যাকলারেনের থেকে যতটা প্রত্যাশা করা হয়েছিল ততটা এখনও পাওয়া যায়নি। যদিও কোচ দাঁড়াচ্ছেন তাঁর প্লেয়ারের পাশেই। তিনি বলছেন, “জেমি খুব ভাল খেলছে। ও সবাইকে সাহায্য করছে গোল করতে। পরের ম্যাচেই হয়তো ও গোল করবে।” এতটাই তাঁর ভরসা জেমির উপর। এবার হয়তো সেই ভরসার মূল্য দেওয়ার সময় এসেছে। তবে গত ম্যাচে রক্ষণ, স্ট্রাইকিং ফোর্সসহ সব পজিশনেই কিছুটা ব্যাকফুটে ছিল দল। শুধু ডিফেন্সের দোষ দিতে নারাজ কোচ।
হোসে মোলিনা বলছিলেন, “আমাকে প্রতিদিন সব পজিশনে উন্নতি করতে হবে। আমি আসার পর থেকে এটাই করে চলেছি। আমি চাই আমার দল সব পজিশনে তাদের সেরাটা দেবে। ফিজিক্যাল থেকে মেন্টাল সর্বত্র, একজন প্লেয়ার হিসেবে, একটা দল হিসেবে। আমরা সেগুলো নিয়ে কাজ করছি।” তাঁর মতে, যেমন ম্যাচ জিততে রক্ষণকে গোল আটকাতে হবে, তেমনই দলকে গোলও করতে হবে। এবং দল হিসেবে খেলতে হবে।
যেভাবে কোচ নিজের দলের ব্যক্তি বিশেষ নিয়ে খুব বেশি কথা বলতে পছন্দ করেন না। তেমনই প্রতিপক্ষ নিয়েও খুব বেশি ভাবতে চান না। এবারও সেটা মনে করিয়ে দিয়ে বললেন, “আমি প্রতিপক্ষ নিয়ে বেশি কথা বলতে পছন্দ করি না। কিন্ত ওরা খুব ভাল দল। ওদের কোচ খুব ভাল। আমাদের জন্য কঠিন ম্যাচ হতে চলেছে। আর সব ম্যাচই আলাদা।”
বছর শেষে মোহনবাগানের সামনে ঘুরে দাঁড়ানোর ম্যাচ এটিই। তাই উজাড় করে দিতে চাইছেন কোচ এবং চাইছেন তাঁর দলের সবাই যেন সেটাই করেন। তার মধ্যে স্বস্তির কথা, গত ম্যাচে মুখে চোট পাওয়া অধিনায়ক শুভাশিস বসু মাস্ক পরে এই ম্যাচে খেলতে নামবেন, তাতে কোনও সমস্যা হবে না তা নিশ্চিত করে দিলেন মোলিনা।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার