Wednesday, January 22, 2025
No menu items!
Google search engine
Homeআইএসএল“এই ম্যাচে আবার কেউ আন্ডারডগ হয় নাকি” ডার্বির আগে পাল্টা প্রশ্ন ইস্টবেঙ্গল...

“এই ম্যাচে আবার কেউ আন্ডারডগ হয় নাকি” ডার্বির আগে পাল্টা প্রশ্ন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁর

অলস্পোর্ট ডেস্ক: আইএসএল ২০২৪-২৫-এর দ্বিতীয় ডার্বির ভেন্যু ঘিরে দীর্ঘদিন ধরে চলা রহস্য কেটেছে ম্যাচের ৭২ ঘণ্টা আগে। এই ম্যাচের আয়োজক মোহনবাগান। গঙ্গাসাগরের জন্য খেলা হবে না ঘরের মাঠে। শেষ পর্যন্ত ম্যাচ চলে গেল গুয়াহাটি। শেষ মুহূর্তের প্রস্তুতিতে অন্য ভেন্যুতে খেলা সহজ নয়। অচেনা মাঠ, অচেনা পরিবেশ। তাও মোহনবাগান নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে খেলেছে কিন্তু ইস্টবেঙ্গল এই মরসুমে ওই মাঠে খেলেনি। সেদিক থেকে দেখতে গেলে অচেনা মাঠ। তবে মাঠ নিয়ে একদমই ভাবতে নারাজ ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ। বরং বলছেন, “এত বড় লিগের সব মাঠই একইরকম ভাবে পরিচর্যা হয়। তাই মাঠ কোনও সমস্যাই নয়।” তবে অন্য একটা সমস্যার কথা তিনি বলেছেন। আর সেটা হল চেনা পরিবেশে, গ্যালারি ভর্তি সমর্থকদের সামনে খেলা। সেটা যে দল মিস করবে তা নিয়ে তিনি নিশ্চিত।

তবে দলের অন্দরে অনেক সমস্যা। তারকা প্লেয়াররা চোট-আঘাতে জর্জরিত। তাও দল গত একমাসে ঘুরে দাঁড়ানোর যে ইঙ্গিত দিয়েছে তা নিয়ে আশাবাদী ব্রুজোঁ। আর সেটাই পুরো দলকে আত্মবিশ্বাসী করছে। আর সে কারণেই হয়তো নিজেদের আন্ডারডগ ভাবতে নারাজ তিনি। বরং ইস্টবেঙ্গল সম্পর্কে আন্ডারডগ শব্দ শুনে একটু যেন অসন্তুষ্টই হলেন তিনি। পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিলেন, “এই ম্যাচে আবার আন্ডারডগ হয় নাকি? আমরা শুধু মোহনবাগানকে আটকাবো না, ওদেরও আমাদের আটকাতে হবে।” লিগ টেবলের এক নম্বরে থাকা দলের বিরুদ্ধে নামতে চলেছে টেবলের ১১ নম্বরে থাকা দল। এদিন অবশ্য ব্রুজোঁর কথায় তার কোনও আঁচ নেই।

ভিতরে যাই চলুক না কেন বাইরে যথেষ্ট আত্মবিশ্বাসের ইঙ্গিতই দিয়ে গেলেন তিনি। ডার্বির ৪৮ ঘণ্টা আগে দলের ডিফেন্ডার লাল চুংনুঙ্গাকে নিয়ে কলকাতায় সাংবাদিক করে গেলেন কোচ। শুক্রবার এখানই অনুশীলন করে গিয়ে সরাসরি শনিবার খেলতে নামবে দল। বলছিলেন, “আমার দলের বাইর তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন। এটা সবসময়ই বড় ম্যাচ। আমার বিশ্বাস দল তৈরি এই ম্যাচের জন্য। আমরা সদর্থক দিকেই মনোযোগ দিচ্ছি এবং ক্লাবের জন্য, ফ্যানদের জন্য এই ম্যাচ জিততে চাই।”

মোহনবাগান সম্পর্কে বলতে গিয়ে তিনি অবশ্য তাদের বেশ কয়েকটি ম্যাচে শেষ মুহূর্তে জয়কে মনে করিয়ে দিয়েছেন। সঙ্গে নিজেদের পারফর্মেন্স নিয়েও খোলাখুলি মুখ খুলেছেন। শেষ ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে প্রথমার্ধে দলের খেলায় যে তিনি মোটেও খুশি নন সেটা মেনে নিয়েছেন। তবে দ্বিতীয়ার্ধে দল যেভাব খেলায় ফিরেছিল তাতে তিনি খুশি। ইতিমধ্যেই ডার্বি নিয়ে হোম ওয়ার্ক সেরে ফেলেছেন তিনি। প্রতিপক্ষকে নিয়েও তৈরি ছক। এই অবস্থায় রেফারিকে নিয়ে নতুন করে আর কোনও বক্তব্য রাখতে নারাজ কোচ। বলে দিলেন, “ওটা খেলার অংশ। এটা ঠিক কিছ্ু সিদ্ধান্ত আমাদের পক্ষে আসেনি। তবে আমার আইএসএল রেফারিদের উপর ভরসা আছে।”

তবে হ্যাঁ, দলের গুরুত্বপূর্ণ অনেকক প্লেয়ারই ডার্বির আগে নিশ্চিত নন। আর সেটা স্বাভাবিকভাবেই বড় মাথা ব্যথা কোচের কাছে। তাও রিজার্ভ বেঞ্চের উপরই ভরসা রাখছেন তিনি। সল ক্রেসপো সবে ফিরেছেন, তবে তিনি থাকছেন না দলে। এছাড়া আনোয়া আলি, সৌভিক চক্রবর্তী, প্রভাত লাকরা, রাকিপের চোট। কোচ বলছিলেন, “আনোয়ারের প্রথম একাদশে থাাকার সম্ভাবনা ৩০ শতাংশ, বেঞ্চে থাকার সম্ভাবনা ৭০ শতাংশ। না খেলতে পারলে প্ল্যান বি রয়েছে। সৌভিকও একই অবস্থায় রয়েছে। ক্রেসপোর খেলা নিশ্চিত নয়।” তবে এই অবস্থা থেকেই সব সমস্যা কাটিয়ে ওঠার কথা বলছেন কোচ।

দলের উদ্দেশে কোচের বার্তা, সিলি মিসটেক করা যাবে না। আগেই বলছিলেন, চাপের মধ্যে খেলাটা বেরিয়ে আসে। এদিনও তাঁর বক্তব্যে অনড় থাকলেন তিনি। তবে তাঁর কেরিয়ারের কঠিনতম ম্যাচ হিসেবে ডার্বিকে বেছে নিতে নারাজ ইস্টবেঙ্গল কোচ। দলের হাল ধরেছিলেন আইএসএল ২০২৪-২৫-এর প্রথম ডার্বি থেকে। কিছু না জেনেই কর্তারা তাঁকে জোড় করেই বসিয়ে দিয়েছিল ডাগ আউটে। তার পর থেকে কেটে গিয়েছে তিন মাস। হারতে থাকা দল জয়ের স্বাদ পেয়েছে। স্বপ্ন দেখেছে সুপার সিক্সের। অস্কার ব্রুজোঁকে ঘিরে বেড়েছে আশা। এবার আরও একটা ডার্বি, তবে তালেগোলে সে ডার্বি খেলা হচ্ছে না কলকাতায়।

বলছিলেন, “এটা ঠিক এখানে যে সমর্থন পেতাম ডার্বি হলে সেটা গুয়াহাটিতে পাব না। আমি যখন এএখানে এসেছিলাম ক্লাব তখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। আমি সেই সময় দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই সময় থেকে এখন, দল অনেক উন্নতি করেছে। আমরা আমাদের সেরা জায়গায় নেই যা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। প্লেয়াররাও সুস্থ হয়ে উঠছে নতুন প্লেয়ার সই করেছে। আমরা দ্রুত। আমাদের সেরা ফর্মে ফিরব।”

ডার্বির ইতিহাসে এমন অনেক কাহিনি রয়েছে, যা ইস্টবেঙ্গলের জন্য সদর্থক ভাবনা নিয়ে আসতে পারে। বেশি দিন আগের কথও নয়, গত মরসুমেই হারতে থাকা ইস্টবেঙ্গল সব হিসেবকে উল্টে দিয়ে জয় পেয়েছিল ডার্বিতে। কে বলতে পারে এই ম্যাচও তেমনই কোনও কাহিনি লেখার অপেক্ষায় রয়েছে। দলের আত্মবিশ্বাস সমর্থকদের আশার পথ দেখাবে তো বটেই।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments