অলস্পোর্ট ডেস্ক: শুক্রবার মহমেডান স্পোর্টিং ক্লাব আইএসএল ২০২৪-২৫ মরসুমের ১৪তম ম্যাচে গুয়াহাটি স্টেডিয়ামে নর্থইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে গোলশূন্য ড্র করে বছর শুরু করল। হারতে থাকা একটা দলের কাছে এই ম্যাচ সহজ ছিল না যখন নর্থইস্ট ইউনাইটেড ভাল ফর্মে রয়েছে। সেখানে সাদা-কালো ব্রিগেডের জন্য এই এক পয়েন্টও খুব গুরুত্বপূর্ণ। ১৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শেষেই থাকল মহমেডান এসসি।
ম্যাচে মহমেডান স্পোর্টিং ক্লাব তাদের দূর্গ রক্ষা করতে সক্ষম হয় নর্থইস্ট ইউনাইটেডের মতো দলের বিরুদ্ধে। এদিন অনেকবেশি রক্ষণাত্মক ফুটবল খেলে কলকাতার দল। দলের প্রধান কোচ আন্দ্রে চেরনিশভ এবং সহকারী কোচ মেহরাজউদ্দিন ওয়াডুর পরিচালনায়, দলটি নতুন করে লড়াই করার ছন্দ ফিরে পেয়েছে, যা নতুন করে আশা জাগাবে দলের অন্দরে।
রক্ষণাত্মক ফুটবল খেললেও দুই দলই গোলের সুযোগ তৈরি করেছিল বেশ কিছু কিন্তু অ্যাটাকিং থার্ডে এদিন সুযোগকে গোলে রূপান্তরিত করার প্রচেষ্টায় ঘাটতি ছিল। যে কারণে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় দুই দলই। যে নর্থইস্ট মুম্বই এফসির মতো কঠিন প্রতিপক্ষকে হারিয়ে দেয় তারা যে মহমেডানের কাছে আটকে যাবে তাই হয়তো অতি বড় মহমেডান সমর্থকও ভাবেননি। তবে এই ফল কলকাতার দলের জন্য ভাল।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার