Friday, December 6, 2024
No menu items!
Google search engine
Homeফুটবল‘‘আমরা এখন এক সাথে প্রিয় রিয়েল মাদ্রিদের ম্যাচ দেখতে যেতে পারব’’

‘‘আমরা এখন এক সাথে প্রিয় রিয়েল মাদ্রিদের ম্যাচ দেখতে যেতে পারব’’

অলস্পোর্ট ডেস্ক: রাফায়েল নাদাল (Rafael Nadal) অবসর নিলেন, টেনিস বিশ্বের পাশাপাশি সেই খবর নাড়িয়ে দিয়েছে পুরো খেলার দুনিয়াকে। তাই তাঁকে শুভেচ্ছা জানাতে পিছপা হচ্ছেন না কেউই।  টেনিস কোর্টের বাকি তারকারা যেমন রজার ফেডেরার, নোভাক জকোভিচ, কার্লোস আলকারাজেররা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন তেমনই তাঁর দেশের ফুটবলার ইনিয়েস্তা থেকে ইংল্যান্ডের প্রাক্তন তারকা ডেভিড বেকহ্যামও (David Beckham) একটি ভিডিও পোস্ট করেছেন রাফাকে তাঁর অবসরের জন্য শুভেচ্ছা জানিয়ে। তিনি তাঁর ভিডিও শুরু করেছেন স্প্যানিশে। শেষও করেছেন রাফার ভাষায়। মাঝেরটুকু ইংরেজি।

সেখানে তিনি বলেছেন, ‘‘রাফা আমি তোমাকে আমার ভালবাসা পাঠাতে চাই এবং অনেক শুভেচ্ছা তোমার অসাধারণ কেরিয়ারের জন্য। একজন টেনিস ভক্ত হিসেবে অনেক অসাধারণ মুহূর্ত দেওয়ার জন্য এবং তুমি যা করেছ নতুনদের প্রেরণা দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ।’’

এর সঙ্গে তিনি মজা করে বলেছেন, ‘‘রাফা তোমার অবসরের সব থেকে ভাল দিক হল, এখন আমরা এক সঙ্গে আমাদের প্রিয় ক্লাব রিয়েল মাদ্রিদের খেলা দেখতে যেতে পারব। তোমাকে অনেক শুভেচ্ছা, শুভ অবসর তোমাকে ও তোমার পরিবারকে।’’

শুনুন কী বলছেন ডেভিড বেকহ্যাম—

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments