অলস্পোর্ট ডেস্ক: ভারত বনাম কুয়েত ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়ে গেল অনলাইনে। বুধবার সন্ধে সাতটা থেকে বুকমাইশো-তে এই ম্যাচের টিকিট বিক্রির উইন্ডো খুলে দেওয়া হল। এই ম্যাচ যতটা না বিশ্বকাপ ও এএফসি কাপের যোগ্যতা নির্ণায়ক তার থেকে অনেকবেশি সুনীল ছেত্রীর শেষ ম্যাচ হিসেবে গুরুত্বপূর্ণ। কিছুদিন আগেই ভারত অধিনায়ক জানিয়ে দিয়েছিলেন এই ম্যাচের পরই তিনি অবসর নেবেন। অবসরের জন্য তিনি বেছে নিয়েছেন কলকাতাকেই। কুয়েতের বিরুদ্ধে ভারত তাদের হোম ম্যাচটি খেলতে চলেছে সল্টলেকের যুবভারতী ক্রিড়াঙ্গনে।
৬ জুন এই ম্যাচ হতে চলেছে সন্ধে সাতটায়। তার ১৫ দিন আগেই খুলে দেওয়া হল অনলাইন টিকিটের বিকল্প। অফলাইন টিকিট কবে থেকে দেওয়া হবে তা এখনও নিশ্চিত নয়। ১০০ টাকা থেকে শুরু হচ্ছে এই ম্যাচে টিকিটের মূল্য। রয়েছে ১২৫০ টাকা পর্যন্ত। এখনও অনলাইন টিকিটের যা তালিকা পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী। পরবর্তীতে কিছু পরিবর্তন হলেও হতে পারে।
ব্লক এ-১ (ডান ও বাঁ দিক)— ১০০ টাকা। ব্লক বি-১, বি-৩, ডি-১, ডি-৩— ১৫০ টাকা। বি-২, সি-১ (ডান), সি-১ (বাম), ডি-২—২০০ টাকা। এ-২ (ডান ও বাম), সি-৩ (ডান ও বাম)—২৫০ টাকা। সি-২ (ডান ও বাম)— ৩৫০ টাকা। এ-২ ভিআইপি (বাম, প্লাজা কিউ), এ-২ ভিআইপি (ডান, প্লাজা আর)—৬৫০ টাকা। ভিভিআইপি (বাম ও ডান)—১২৫০ টাকা।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার