অলস্পোর্ট ডেস্ক: সদ্য ইস্টবেঙ্গল এফসির দায়িত্ব ছেড়েছেন বা ছাড়তে বাধ্য হয়েছেন হেড কোচ কার্লেস কুয়াদ্রাত। তাঁর পর থেকেই ভারতীয় ফুটবলের সব থেকে বড় প্রশ্ন ইস্টবেঙ্গলের পরবর্তী কোচ কে? একাধিক নাম উঠে এসেছিল, তার মধ্যে অন্যতম ছিলেন স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোঁ। ইস্টবেঙ্গলের নতুন কোচের পদের দৌড়ে প্রথম থেকেই এগিয়ে ছিলেন তিনি। মঙ্গলবার তাতেই স্বীকৃতি দেওয়া হল। এক কথায় ইস্টবেঙ্গল কোচ নিয়ে আপাতত জল্পনার ইতি। আশা করা হচ্ছে আইএসএল ২০২৪-এ লাল-হলুদের প্রথম ডার্বিতে ১৯ অক্টোবর ইস্টবেঙ্গলের ডাগআউটে দেখা যাবে তাঁকে।
ইস্টবেঙ্গল এফসি-এর দায়িত্ব নিতে পেরে উচ্ছ্বসিত, ব্রুজোঁ বলেন, “ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের দ্বারা নির্ধারিত লক্ষ্যগুলি সম্পর্কে সম্পূর্ণ অবগত থাকায় আমি এই সুযোগের সর্বোচ্চ ব্যবহার করতে বদ্ধপরিকর।”
রেড-এন্ড-গোল্ড ম্যানেজমেন্ট বেঙ্গালুরু এফসির প্রাক্তন কোচ আলবার্তো রোকাকেও এই তালিকায় রেখেছিলেন। কিন্তু তাঁকে পিছনে ফেলে দিলেন ব্রুজোঁ। অস্কার ইবি ম্যানেজমেন্টের কাছে দু’জন বিদেশী ফুটবলার পরিবর্তন এবং কিছু ভারতীয় প্লেয়ার নিয়ে দলের শক্তিবৃদ্ধির জন্য অনুরোধ করেছেন বলে জানা গিয়েছে। এছাড়াও তিনি তাঁর সঙ্গে দু’জন সাপোর্ট স্টাফ আনতে চান বলেও জানা গিয়েছে। দুই পক্ষের সহমতের ভিত্তিতেই শেষ পর্যন্ত ক্লেটনদের কোচের ভূমিকায় ব্রুজোঁ।
ব্রুজোঁর ভারতে স্পোর্টিং ক্লাব ডি গোয়া, মুম্বই সিটি এফসি-এর মতো ক্লাব দলকে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে। স্প্যানিশ কোচ ২০২১ সালে সাফ চ্যাম্পিয়নশিপের জন্য বাংলাদেশের সিনিয়র জাতীয় ফুটবল দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে কাজ করেছেন।
কুয়াদ্রাত পরবর্তী সময়ে ইস্টবেঙ্গলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয় জুনিয়র দলের কোচ বিনো জর্জকে। তাঁর কোচিংয়েই জামশেদপুরের বিরুদ্ধে প্রথম ম্যাচে লাল-হলুদ ব্রিগেডের পারফর্মেন্স ভয়ঙ্কর খারাপ। টানা চার ম্যাচে হেরে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে ইস্টবেঙ্গলের। এবার সেই দলকেই টেনে তোলার দায়িত্বে অস্কার ব্রুজোঁ।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার