অলস্পোর্ট ডেস্ক: ইস্টবেঙ্গলের কার্লেস কুয়াদ্রাত পরবর্তী কোচ কে হবেন তা নিয়ে ছিল জোড় জল্পনা। তবে কয়েকদিনের মধ্যেই ক্লাবের পক্ষ থেকে না জানালেও বোঝাই গিয়েছিল লাল-হলুদের ককোচের দৌঁড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন অস্কার ব্রুজোঁ। শেষ পর্যন্ত তাঁর নাম ঘোষণা হলেও তিনি যে ডার্বির আগে দলের সঙ্গে যোগ দিতে পারবেন তা নিয়ে নিশ্চয়তা ছিল না। শেষ পর্যন্ত ডাবির দিন কাকভোরে শহরে পৌঁছলেন অস্কার ব্রুজোঁ। এবং ইস্টবেঙ্গলের কোচের ভূমিকায় অস্কারের নতুন যাত্রা শুর হয়ে গেল ডার্বি দিয়ে। ডাগ আউটে ইস্টবেঙ্গলের কোচের ভূমিকায় বিনো জর্জ নন, বসলেন ব্রুজোঁ।
সপ্তাহ দু’য়েক আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল ইস্টবেঙ্গলের কোচ হচ্ছে ব্রুজোঁ। ষষ্ঠীর সন্ধেয় কোচ হিসেবে তার নাম ঘোষণা করে ক্লাব। কিন্তু তাঁর শহরে আসা নিয়ে দেখা দিয়েছিল সমস্যা। ভিসা সমস্যার কারণে ডার্বির আগে কোচিং শুরু করা সম্ভব না হলেও ম্যাচ থেকেই দলের দায়িত্ব কাঁধে তুলে নিলেন অস্কার ব্রুজোঁ। টিম লিস্টে এক মরসুম পর আবার নতুন নাম। কার্লেসের ঝুলিতে একমরসুম আর ডুরান্ড কাপ। এবার শুরু হতে চলেছে অস্কার ব্রুজোঁ যুগ।
এই মরসুমের আইএসএল-এর প্রথম ম্যাচ খেলতে বেঙ্গালুরু যাওয়ার আগে গর্ব করে ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ কুয়াদ্রাত বলেছিলেন, ট্রেভর জেমস মর্গ্যানের পর তিনিই ইস্টবেঙ্গলে দ্বিতীয় মরসুম দলের দায়িত্বে থাকছেন। কিন্তু সেই গর্ব বেশিদিন স্থায়ী হয়নি। ডুরান্ড ও আইএসএল মিলে পর পর ছয ম্যাচের ব্যর্থতায় তাঁকে সরতে হয়েছে। এবার তাঁর সাজানো বাগানে কতটা ফুল ফোটাতে পারেন অস্কার ব্রুজোঁ সেটাই দেখার।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার