অলস্পোর্ট ডেস্ক: গ্রুপের প্রথম ২ ম্যাচ জিতে আগেই ডুরান্ড কাপের কোয়ার্টাফাইনালে চলে গিয়েছিল ইস্টবেঙ্গল। কিশোরভারতীতে নিয়মরক্ষার গ্রুপের শেষ ম্যাচে ৬-১ গোলে ইন্ডিয়ান এয়ারফোর্সকে হারিয়ে লাল হলুদ বাহিনী আর একটু আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছে কোয়ার্টারফাইনাল ম্যাচ খেলার আগে। কোয়ার্টারফাইনালে প্রতিপক্ষ কে হবে, তা নিয়ে জল্পনা তুঙ্গে লাল হলুদ সমর্থকদের মধ্যে। জোর আলোচনা, ১৭ আগস্ট ডুরান্ড কমিটি মোহনবাগান এসজির বিরুদ্ধে ইস্টবেঙ্গলকে খেলিয়ে ডার্বি জমিয়ে দিতে পারে। কিন্তু যতদূর জানা গেছে, ইচ্ছাকৃতভাবে ডার্বি আয়োজনের কোনও ভাবনা নেই ডুরান্ড কমিটির। তারা লটারির মাধ্যমেই প্রতিপক্ষ ঠিক করবে।
তবে কোয়ার্টারফাইনালে ডার্বি হোক, আর নাই হোক, ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ নকআউটে যেকোনও প্রতিপক্ষের মোকাবিলায় তৈরি। ইন্ডিয়ান এয়ার ফোর্সের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতার পর সেটা প্রচারমাধ্যমকে স্পষ্টই জানান। তাঁর সাফ কথা, ‘ প্রতিপক্ষ ঠিক হলে, সেইমতো পরিকল্পনা নেব। আপাতত দলের খেলা ও জয়ে খুশি। তবে সবসময় খেলায় উন্নতির অবকাশ আছে।’
৬ গোল করলেও ১ গোল হজম করতে হয়েছে। এটা অতিরিক্ত আত্মবিশ্বাস, না অন্যমনস্কতার ফল? অস্কারের প্রতিক্রিয়া, ‘ আত্মতুষ্টির কোনও জায়গা নেই। আসলে কনসেন্ট্রেশন ল্যাপসের জন্যই গোলটা হজম করতে হয়েছে। এটা ঠিক না। সব প্রতিপক্ষই ইন্ডিয়ান এয়ার ফোর্সের মতো হবে না। গোল হজমটা সেক্ষেত্রে কস্টলি হয়ে যাবে। ডিফেন্সকে আরও সতর্ক থাকতে হবে।’
মাঝমাঠ দারুনভাবে সামলাচ্ছে নবাগত মিগুয়েল। গোটা আক্রমণভাগকে ও খেলাচ্ছে। ওর গোল না পাওয়াটা দুর্ভাগ্য। ইস্টবেঙ্গল কোচ অস্কারের মতে, শুধু মিগুয়েল নয়, গোটা দলটাই তাঁর পরিকল্পনামতো ভাল খেলছে। দুটো উইংয়ে বিপিন, লালরিনডিকা আক্রমণের ধার বাড়াচ্ছে। এটা ভাল লাগছে, যে যখন মাঠে নামছে, সেই সেরা দিচ্ছে।’ গোলমিস নিয়ে চিন্তিত নন অস্কার। বলেন, গোলের সুযোগ তৈরি না হলে, ভাবতাম।
গোলের মাঝে আছেন বিপিন সিং। লাল হলুদে এসে সদস্য-সমর্থকদের মন জয় করেছেন চোখজুড়োন ফুটবল খেলে। এত দ্রুত মানিয়ে নিলেন কীভাবে নতুন দলে এসে। বিপিনের জবাব, ‘ কোচ অস্কারের নির্দেশ অনুসরণ করায়। তাঁর কৌশল দ্রুত রপ্ত করার সঙ্গে সঙ্গে সতীর্থদের সঙ্গে বোঝাপড়াটাও খুব ভাল গড়ে উঠেছে। আর সমর্থকদের প্রেরণা। উন্মাদনার কথা বিশেষভাবে বলতে হবে। ওদের জন্য মাঠে নেমে সেরা দিতে বাড়তি উৎসাহবোধ করছি।’ বিপিন অবশ্য জানিয়েই দিলেন, শুধুমাত্র কোয়ার্টারফাইনালে উঠে সন্তুষ্ট থাকতে চান না। লক্ষ্য ডুরান্ড কাপ জেতা।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার





