Saturday, December 14, 2024
No menu items!
Google search engine
Homeফুটবলসাফ কাপ খেলতে ভারতে আসার ছাড়পত্র পেল পাকিস্তান ফুটবল দল

সাফ কাপ খেলতে ভারতে আসার ছাড়পত্র পেল পাকিস্তান ফুটবল দল

অলস্পোর্ট ডেস্কঃ ২১ জুন থেকে ৪ জুলাই বেঙ্গালুরুতে শুরু হচ্ছে সাফ কাপ । এই টুর্নামেন্টে পাকিস্তান ফুটবল দলের অংশগ্রহণের অনুমতি দিল ভারত সরকার। বৃহস্পতিবার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) এই তথ্য জানিয়েছে। এআইএফএফ সচিব শাজি প্রভাকরণ বলেছেন যে আট-জাতীয় আঞ্চলিক দলের এই টুর্নামেন্টে পাকিস্তানের অংশগ্রহণের বিষয় পরিষ্কার হয়েগিয়েছে। তিনি জানিয়েছেন ভারতের মাটিতে টুর্নমেন্টে অংশ করতে আসবে পাকিস্তানের দল। আর সেই বিষয়ে ভারত সরকারের কাছ থেকে সবুজ সংকেত পাওয়া গিয়েছে।

এআইএফএফ সচিব শাজি প্রভাকরণ পিটিআইকে বলেছেন, ‘হ্যাঁ, স্বরাষ্ট্র মন্ত্রক, বিদেশ মন্ত্রক এবং ক্রীড়া মন্ত্রক সকলেই এই বিষয়ে (পাকিস্তানের অংশগ্রহণ) সবুজ সংকেত দিয়েছে।’ তিনি আরও বলেছেন, ‘আমরা আমাদের কাজ করেছি। আমরা তাদের স্বাগত জানাতে তৈরি। অংশগ্রহণকারী সব দেশই ভিসা ছাড়পত্র পেয়েছে। তাদের ভিসার আনুষ্ঠানিকতা তাদের অংশ করতে হবে।’ ভারত ও পাকিস্তান একই গ্রুপে রয়েছে এবং তারা ২১ জুন তাদের প্রচারের উদ্বোধনী ম্যাচে একে অপরের মুখোমুখি হবে। পাঁচ বছরের মধ্যে এই প্রথম দুই প্রতিবেশী দেশ একে অপরের বিরুদ্ধে খেলবে।

ফুটবল মাঠে ভারত শেষবার পাকিস্তানের সঙ্গে ২০১৮ সালের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে খেলে ছিল, যেই ম্যাচটি ভারত ৩-১ গোলে জিতেছিল। লেবানন, কুয়েত, নেপাল, ভুটান, বাংলাদেশ ও মালদ্বীপ অন্যান্য দেশ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। শ্রীলঙ্কা এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে না কারণ এটি বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা ফিফা থেকে স্থগিতাদেশ প্রদান করছে, যখন আফগানিস্তান কয়েক বছর আগে মধ্য এশিয়ান ফুটবল ফেডারেশনে যোগ দিতে সাফ ছেড়েছে। ১৯৯৩ সাল থেকে এ পর্যন্ত অনুষ্ঠিত ১৩টি সংস্করণের মধ্যে পাকিস্তান দুটি টুর্নামেন্টে অংশ নেয়নি।

তবে যখন ক্রিকেটের এশিয়া কাপে ভারতের অংশ গ্রহণ করা নিয়ে বিতর্ক চলছে সেই সময়ে পাকিস্তান ও বলেছে তারা ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে অংশগ্রহণ করতে নাও পারে। এন অবস্থায় বাইশ গজের বাইরে দুই দেশের লড়াই যখন চরমে পৌঁচে গিয়েছে সেই সময়ে ফুটবল মাঠে দুই দেশের ছবি একেবারেই আলাদা।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments