Friday, February 14, 2025
No menu items!
Google search engine
Homeফুটবলসাফ কাপে খেলতে ভারতে আসছে পাক ফুটবল দল

সাফ কাপে খেলতে ভারতে আসছে পাক ফুটবল দল

অলস্পোর্ট ডেস্কঃ আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের আসর বসতে চলেছে ভারতের দক্ষিণের রাজ্য কর্ণাটকে। সেখানেই বেঙ্গালুরতে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। সেখানেই অংশ নেবে পাকিস্তান সিনিয়র ফুটবল দল। এ কথা নিশ্চিত করা হয়েছে টুর্নামেন্টের আয়োজকদের তরফে।

জুন-জুলাই মাসেই সাফ চ্যাম্পিয়নশিপের আসর বসতে চলেছে। পাকিস্তান ফুটবল ফেডারেশনের তরফে নিশ্চিত করা হয়েছে তারা এই টুর্নামেন্ট খেলতে ভারতে আসবে। ভারতীয় ফুটবল ফেডারেশন অর্থাৎ এআইএফএফের তরফেও আশা করা হচ্ছে প্রতিবেশী দেশের সিনিয়র ফুটবল দল ভারতে খেলতে আসলে ভিসা সংক্রান্ত কোনও সমস্যা হবে না। এবারের টুর্নামেন্টে খেলতে দেখা যাবে লেবানন এবং কুয়েতকেও। চলতি বছরের মার্চ মাসেই সাফের এক্সিকিউটিভ কমিটি সিদ্ধান্ত নিয়েছিল দক্ষিণ এশিয়ার দেশগুলোর পাশাপাশি বেশ কিছু অন্য দেশকেও এই টুর্নামেন্টে খেলতে অনুমতি দেওয়া হবে। এআইএফএফের সেক্রেটারি সাজি প্রভাকরন সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ‘পাকিস্তান থেকে ভারতে ফুটবলাররা খেলতে আসলে আমি মনে করি কোনও ধরনের কোন সমস্যা হবে না।

২১ জুন শুরু হবে এই আট দলের সাফ চ্যাম্পিয়নশিপ। চলবে ৪ জুলাই পর্যন্ত। ভারত, পাকিস্তান, কুয়েত এবং লেবানন ছাড়াও এই টুর্নামেন্টে খেলবে নেপাল, ভুটান, বাংলাদেশ এবং মালদ্বীপ। শ্রীলঙ্কার উপর ফিফার নিষেধাজ্ঞা থাকায় তারা এই টুর্নামেন্টে খেলতে পারবে না। ১৯৯৩ সাল থেকে চলছে সাফ চ্যাম্পিয়নশিপ। যার ১৩ টি প্রতিযোগিতা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। যার মধ্যে পাকিস্তান মাত্র দুবার অংশ নিতে পারেনি সাফ চ্যাম্পিয়নশিপের মূলপর্বে। ২০১৫ সালে ভারতে হওয়া টুর্নামেন্টে অভ্যন্তরীন ইস্যুর জন্য অংশ নিতে পারেনি পাক দল। অন্যদিকে ২০২১ সালে তারা খেলতে পারেননি কারণ সেই সময়ে তাদের উপর ফিফার নিষেধাজ্ঞা ছিল। গত বছর অবশ্য ফিফার সেই নিষেধাজ্ঞা উঠে গেছে। ফলে এই বছরের টুর্নামেন্টে খেলতে বাধা নেই তাদের।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments