অলস্পোর্ট ডেস্কঃ ম্যাচের ২৪ ঘন্টা আগে ভারতে পা রাখতে পারল না পাকিস্তান ফুটবল দল। বুধবার বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপ-এর উদ্বোধনী ম্যাচ ভারতের বিপক্ষে। অথচ এখনও পর্যন্ত পাকিস্তান টিম ভারতে এসে পৌঁছাতে পারেনি। ভিসা ঝামেলায় পাক টিম বেঙ্গালুরুতে পা রাখবে বুধবার সকালে।
মরিশাসে টুর্নামেন্ট খেলে রবিবার সরাসরি ভারতে ঢোকার কথা ছিল টিম পাকিস্তানের। ভিসার সমস্যার জেরে তারা বিমানে উঠতে পারেনি। ফলে বুধবারের ভারত-পাক ম্যাচ ঘিরে ব্যাপক অনিশ্চতার সৃষ্টি হয়েছিল। শেষমুহুর্তে ভিসার সমস্যা মিটিয়ে ভারতে আসছে পাক টিম।কিন্ত তাদের ম্যাচে নামতে হচ্ছে বিনা প্রস্তুতিতে।
ভিসা সমস্যা মিটতেই পাকিস্তান টিমের তরফে টুইট করা হয়েছিল, “ভারতে খুব শীঘ্রই দেখা হচ্ছে।“ তবে পাক টিম কতক্ষণে ভারতে এসে পোঁছাচ্ছে তা নির্দিষ্ট করে তারা জানায়নি। কর্ণাটক ফুটবল সংস্থার এক কর্তা এ বিষয়ে জানান,” ভিসা সমস্যার জেরে আসতে দেরি হচ্ছে। সোমবারের মধ্যে এই সমস্যা মিটে যাবে।পাকিস্তান ফুটবল টিম মঙ্গলবার সকালের দিকে এখানে আসছে।তাই বুধবারে ভারত-পাক ম্যাচ নিয়ে কোনও সমস্যা হবে না।” কিন্তু তারপরেও জটিলতা কাটেনি।পাক টিম মরিশাসে প্র্যাক্টিস করছিল। ভিসা সমস্যা মেটার পর দেখা যায় মরিশাস থেকে বেঙ্গালুরুর সরাসরি কোনও বিমান নেই মঙ্গলবার। ফলে বুধবারের বিমানের টিকিট কাটতে হয় পাক দলকে।
টিম পাকিস্তানের ভিসা মিলতে দেরি কেন হল, তা নিয়ে বিভিন্ন প্র্শ্ন উঠছে।তবে এর পিছনে নিজেদের দেশেরই স্পোর্টস বোর্ডকে দায়ী করছে পাকিস্তান ফুটবল টিম। তাদের দাবি, স্পোর্টস বোর্ডের তরফে নো অবজেকশন সার্টিফিকেট দিতে দেরি হওয়ায় এই সমস্যা।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার