অলস্পোর্ট ডেস্ক: বুধবার বেঙ্গালুরুতে সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স দেখায় ভারত। ৪-০ গোলে পাকিস্তানকে হারিয়েই যাত্রা শুরু করেন সুনীল ছেত্রীরা। দলের অধিনায়ক সুনীল ছেত্রী একাই তিন গোল করেন এবং উদান্ত সিং চতুর্থ গোল করে দলকে জয় এনে দেন। পাকিস্তানের বিরুদ্ধে ছেত্রীর এই অসাধারণ পারফর্মেন্স নিয়ে সোশ্যাল মিডিয়া রীতিমতো তোলপাড়। তাঁকে নিয়ে পোস্টেই ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া। তার মধ্যেই চলে এসেছে বিরাট কোহলির সঙ্গে তুলনাও।
ভারতীয় ক্রিকেট টিমের অধিনায়ক বিরাট কোহলিকে নিয়েও চর্চা কম নয় নেট মাধ্যমে। এবার জুড়ে গেল দু’জনের নাম। খেলাপ্রেমীরা মনে করিয়ে দেন, ২০২২-এর আইসিসি টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে পাকিস্তানের বিরুদ্ধে কোহলির দুর্দান্ত পারফরমেন্সের কথা। আর এদিনের সুনীল ছেত্রী এবং সেই সময়ের বিরাট কোহলিকে মিলিয়ে তৈরি হয়ে যায় একাধিক মিম। যা ছড়িয়ে পড়েছে ইতিমধ্যেই।
আপাতত, সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচের পর ভারত স্কোরবোর্ডের শীর্ষে জায়গা করে নিয়েছে। এটি ভারতের সপ্তম জয় পাকিস্তানের বিরুদ্ধে। ইন্টারকন্টিনেন্টাল কাপ ২০২৩ চ্যাম্পিয়ন হয়েই সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে নেমেছে ভারত। যে কারণে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে গোটা দল। এই মুহূর্তে ভারতের র্যাঙ্কিং ১০১। সেদিক থেকে দেখতে গেলে সাফের সব প্রতিপক্ষই পিছিয়ে রয়েছে ভারতের থেকে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার