অলস্পোর্ট ডেস্কঃ সাফ কাপের প্রথম ম্যাচেই হার দিয়ে শুরু করল পাকিস্তান। চির প্রতিদ্বন্ধী ভারতের কাছে ৪-০ গোলে তারা পরাজিত হল প্রথম ম্যাচে। এই হারে ক্ষুব্ধ পাকিস্তান ফুটবল সমর্থক থেকে কোচ সকলে। এই ম্যাচে ভারত অধিনায়ক সুনীল ছেত্রী নিজেই তিন গোল করে দলকে জয়ের শিখরে নিয়ে যায়। ছেত্রী ছাড়াও উদান্তা সিং অসাধারণ একটি গোল করেন। ৯০ মিনিটের খেলায় ভারত পাকিস্তানকে যে পুরোপুরি কাবুতে রেখেছিল তা বলাই বাহুল্য।
প্রথম ম্যাচেই হারে চরম ক্ষুব্ধ পাকিস্তান সমর্থকেরা। তারা দাবি করেছে খেলার মাঠে পাক দলের দেরিতে পৌঁছানোর জন্যই পাকিস্তান ভারতের কাছে হেরেছে। এই দাবিকে সমর্থন করেছেন পাকিস্তানের কোচ টরবেন উইটাজেসকি। পাক কোচ বলেছেন, ‘‘আমাদের ভিসার জন্য অনেক সমস্যায় পড়তে হয়েছিল। ভিসা পেতে দেরি হওয়ায় আমাদের অনেক সময় নষ্ট হয়েছিল। দলের সবাই আমরা একসঙ্গে আসতেও পারিনি। শেষ দল ঠিক ১৬ ঘন্টা পর বুধবার রাত দেড়টার পৌছেছিল তাদের হোটেলে। দলের সদস্যদের কাছে মোটেই এটা সহজ ছিল না। যদিও আমাদের পক্ষে কিছুই করার ছিল না সেই সময়।”
পাক কোচ দেরিতে আসার পাশাপাশি ফুটবলারদের ক্লান্তির কথাও উল্লেখ করেছেন। তিনি আরও বলেন, ‘‘মরিশাসে আমাদের এক সমস্যায় পড়তে হয়েছিল। যদি আমরা হাতে বেশি সময় পেতাম তাহলে হয়ত এই ম্যাচের ফলাফল অন্যরকম হত। সারাদিনের ধকল তো ছিলই তাঁর উপর সারারাত জেগে ছিল ফুটবলাররা। এর ফলে ফুটবলারদের মধ্যে ক্লান্তি দেখা যায়। এই কারণেই ভারতের বিরুদ্ধে তারা সফল হতে পারেনি।”
কোচসহ পাকিস্তান দলে মোট সদস্য ৩২ জন। তা সত্ত্বেও একটা বিমানে তাদের সবার জায়গা ধরেনি। বাধ্য হয়েই তাদের দুটো দলে ভাগ হয়ে আসতে হয়েছিল। প্রথম দলের বিমান ভোর চারটেয় বেঙ্গালুরু থেকে রওনা দিয়েছিল। কিন্তু ভিসার জন্য দ্বিতীয় দলের বিমান ছাড়ে রাত ন’টা পনেরোয়। ম্যাচের মাত্র ছ’ঘন্টা আগে প্রথম দল এসে পৌঁছয় বেঙ্গালুরুতে। উল্লেখ্য, ২০১৮-এর সাফ টুর্নামেন্টে ভারত ৩-১ গোলে জিতেছিল পাকিস্তানের বিপক্ষে। সেই জয়ের ধারা বজায় রইল এবারের সাফ কাপের প্রথম ম্যাচেও।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার