অলস্পোর্ট ডেস্ক: এএফসি চ্যালেঞ্জ লিগের উদ্বোধনী ম্যাচে ইস্টবেঙ্গল এফসি ভুটানের পারো এফসির বিরুদ্ধে ২-২ গোলে ড্র করল। প্রথমে এগিয়ে গেলেও পড়ে পিছিয়ে পড়ে লাল-হলুদ ব্রিগেড। পিছিয়ে পড়া দলকে সমতায় ফেরান দিমিত্রি দিয়ামান্তাকোস। টানা হারের ধাক্কা সামলে এক পয়েন্ট পেল ইস্টবেঙ্গল।
ম্যাচের পঞ্চম মিনিটেই মাদিহ তালালের গোলে এগিয়ে গিয়েছিল কলকাতার দল। যার ফলে অস্কার ব্রুজোঁর দল শুরুটাও ভাল হয়েছিল। কিন্তু তাদের এগিয়ে যাওয়ার উৎসব ক্ষণস্থায়ী ছিল কারণ মাত্র তিন মিনিটেই মধ্যেই উইলিয়াম ওপোকুর গোলে সমতায় ফেরে আয়োজকরা।
ইস্টবেঙ্গল এফসি আবার এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল, যখন দিয়ামান্তাকোস গোল করে ফেলেছিলেন কিন্তু তা বাতিল হয়। তালাল এবং দিয়ামান্তাকোসের বোঝাপড়ায় ভালই এগিয়ে যাচ্ছিল ইস্টবেঙ্গল যা আশার আলো দেখাচ্ছিল দলকে। এর পর ১৬ মিনিটে আরও একটি সুযোগ অল্পের জন্য মিস করেন দিয়ামান্তাকোস।
১৯ মিনিটে প্রভাত লাকড়াকে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়। সেই জায়গায় নামেন লালচুংনুঙ্গার। তবে এই চোট ইস্টবেঙ্গলের জন্য বড় ধাক্কা হতে পারে।
ইস্টবেঙ্গল এফসি প্রথমার্ধে এর থেকে বেশি সুযোগ তৈরি করতে পারেনি। একদম শেষ মুহূর্তে পারো এফসির গোলরক্ষক তালালের একটি নিশ্চিত গোলমুখি ফ্রি-কিক বাঁচিয়ে নিজেদের দূর্গ রক্ষা করেন। মাত্র এক মিনিট পর স্টপেজ টাইমের তৃতীয় মিনিটে, ইভান্স আসান্তের গোলে পারো এফসি এগিয়ে যায়। এক কথায় খেলার গতির বিপরীতে গিয়েই গোল করে এগিয়ে যায় পারো এফসি।
ইস্টবেঙ্গল এফসি পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করে। ৫৪ মিনিটে তাঁর প্রচেষ্টা গোলের পাশ কাটিয়ে বেরিয়ে যায়। ৬৯ মিনিটে নন্দকুমার সেকারের নিচু হয়ে আসা ক্রস থেকে দলকে সমতায় ফেরান দিয়ামান্তাকোস। এদিন বেশ ভাল ফর্মেই দেখা গিয়েছে তাঁকে, যা আইএসএল-এ দলের ভরসা হয়ে উঠতে পারে।
ওপোকু তারপর পারো এফসিকে আবার এগিয়ে দেওয়ার সুযোগ পেয়েছিলেন। ৭৯ মিনিটে প্রভসুখান সিং গিল তাঁর সেই চেষ্টা আটকে দেন। এর পর দুই দলই এগিয়ে যাওয়ার জন্য ঝাঁপায় কিন্তু আর কেই গোলের ব্যবধান বাড়াতে পারেনি। এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল দুই দলকে।
মঙ্গলবার এএফসি চ্যালেঞ্জ লিগে ইস্টবেঙ্গল এফসি খেলবে বাংলাদেশের বসুন্ধরা কিংসের বিরুদ্ধে খেলবে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার