Tuesday, December 10, 2024
No menu items!
Google search engine
Homeফুটবলডুরান্ড কাপ ২০২৪-এর সেমিফাইনাল, ফাইনাল কলকাতাতেই, অনুমতি দিল পুলিশ

ডুরান্ড কাপ ২০২৪-এর সেমিফাইনাল, ফাইনাল কলকাতাতেই, অনুমতি দিল পুলিশ

অলস্পোর্ট ডেস্ক: শেষ পর্যন্ত কলকাতাতেই হচ্ছে ডুরান্ড কাপ ২০২৪-এর সেমিফাইনাল ও ফাইনাল। আরজি করের ঘটনার জেরে শহর জুড়ে যে আন্দোলন ও প্রতিবাদ শুরু হয়েছে তার প্রভাব পড়েছে ফুটবলের ময়দানেও। আর তার জেরেই বাতিল করে দেওয়া হয়েছিল কলকাতা ডার্বি। তার পর থেকে প্রতিবাদ আরও জোড়াল হয়। এবং কোয়ার্টার ফাইনাল ম্যাচ নিয়ে যাওয়া হয় কলকাতার বাইরে। কলকাতার দুই দল ইস্টবেঙ্গল ও মোহনবাগানকে কোয়ার্টার ফাইনাল খেলতে হচ্ছে শহরের বাইরে। ইস্টবেঙ্গল খেলছে শিলংয়ে আর মোহনবাগান খেলছে জামশেদপুরে। যদি জিতে সেমিফাইনালে পৌঁছয় তাহলে ডার্বি দেখতে না পারার শোক হয়তো কিছুটা সেমিফাইনালে ভুলতে পারবেন দুই দলের সমর্থকরা।

মঙ্গলবার তিন প্রধানের কর্মকর্তারা একযোগে সাংবাদিক সম্মেলন করে জানান, তাঁরা আয়োজক ও পুলিশের কাছে আবেদন জানিয়েছেন যাতে ডুরান্ড কাপের সেমিফাইনাল ও ফাইনাল কলকাতায় ফিরিয়ে আনা হয়। এবং সেদিনই বোঝা গিয়েছিল তাদের এই দাবি মেনে নেওয়া হয়েছে। বুধবার সেটাই জানিয়ে দেওয়া হল। জানিয়ে দেওয়া হল পুলিশের তরফে ডুরান্ড কাপের সেমিফাইনাল ও ফাইনাল করার অনুমতি দেওয়া হয়েছে। তবে সমর্থকদের জন্য কোনও বিধিনিষেধ জারি করা হয়েছে কিনা তা এখনও পরিষ্কার হয়নি।

প্রসঙ্গত, গত ১৮ অগস্ট এই ডুরান্ড কাপের ডার্বি হওয়ার কথা ছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে। তার আগেই ৯ অগস্ট কলকাতার বুকে ঘটে গিয়েছে ভয়ঙ্কর এক ঘটনা। আরজি কর হাসপাতালের মহিলা চিকিৎসকের শ্লীলতাহানি ও খুনের ঘটনায় ততক্ষণে জ্বলতে শুরু করেছে শহর। যা শহরের গণ্ডি পেরিয়ে পৌঁছে গিয়েছে দেশ ও বিদেশের বিভিন্ন শহরে। সেই প্রতিবাদেই সামিল হতে চেয়েছিলেন ইস্টবেঙ্গল, মোহনবাগান সমর্থকরা। গ্যালারি থেকে এক যোগে প্রতিবাদ করতে চেয়েছিলেন তাঁরা। তাঁদের বক্তব্য ছিল, ‘‘এতদিন দলের হয়ে গলা ফাটিয়েছি এবার একসঙ্গে দেশের মেয়ের হয়ে জন্য গলা ফাটাবো।’’ আর তাতেই সব ভেস্তে গেল। বাতিল করে দেওয়া হল ডার্বি।

ডার্বি বাতিলের সিদ্ধান্ত যেন আগুনে ঘি-এর কাজ করল। প্রতিবাদের আগুন আরও বেশি করে ছড়িয়ে পড়ল বাংলার ফুটবল সমর্থকদের মধ্যে। ইস্টবেঙ্গল, মোহনবাগানের সঙ্গে যুক্ত হল মহমেডান সমর্থকরাও। যুবভারতীয় স্টেডিয়ামের বাইরে চলল প্রতিবাদ, থমকে গেল ইএম বাইপাস। পুলিশে পুলিশে ছয়লাপ ছিল চত্তর। তার মধ্যেই প্রশ্ন উঠল, এত পুলিশ থাকতে কেন নিরাপত্তার কারণ দেখিয়ে বাতিল করা হল ডার্বি? সব মিলে ফুটবল মাঠ থেকে প্রতিবাদের যে আহ্বান জানিয়েছিলেন সমর্থকরা তা ছড়িয়ে পড়ল ফুটবলারদের মধ্যেও। এখন কলকাতা লিগের প্রতি ম্যাচেই ফুটবলারদের দেখা যাচ্ছে প্রতিবাদ জানাতে। যার জেরও দেখা গেল, টেলিকাস্ট বন্ধ করে।

এবার ফিরছে ডুরান্ড কাপের গুরুত্বপূর্ণ তিনটি ম্যাচ। দুটো সেমিফাইনাল ও ফাইনাল। সেখানে প্রতিবাদ হবে না তা কে বলতে পারে? তবে আপাতত যা জানানো হয়েছে, কলকাতাতেই হচ্ছে এই তিন ম্যাচ যদি না নতুন করে কিছু পরিবর্তন হয়। ২৫ ও ২৭ অগস্ট দুটো সেমিফাইনাল হওয়ার কথা। ফাইনাল ৩১ অগস্ট। তিনটি ম্যাচই হওয়ার কথা বিকেল ৫.৩০ থেকে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments