অলস্পোর্ট ডেস্ক: বাংলার ফুটবল অভিনব প্রতিবাদ দেখে ফেলেছে। যা কাঁপিয়ে দিয়েছে গোটা রাজ্যকে। কীভাবে একটা অন্যায় এক করে দিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বিদের। কে ভেবেছিল, কোনও দিন এক সুরে বাজতে পারে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডান? কিন্তু সব জল্পনাকে উড়িয়ে দিয়ে, সেই দৃশ্যই তৈরি হয়েছে ১৮ অগস্ট ২০২৪। কলকাতা দেখেছে, বাংলার মেয়ের জন্য কীভাবে ঝাঁপিয়েছে এই বাংলারই ফুটবল পাগল ভাই-বোনেরা। যাঁরা একে অপরকে আক্রমণ করে, গালাগাল করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলত, তাঁরা আজ সমস্বরে একটাই দাবি তুলছে, ‘‘জাস্টিস ফর আরজি কর’’।
সেই বিকেলে মন জয় করে নিয়েছিলেন কলকাতার তিন প্রধানের সমর্থকরা। সেই লড়াইয়ে ফুটবলার হিসেবে একমাত্র সামনে থেকে প্রতিবাদ জানিয়েছিলেন মোহনবাগানের অধিনায়ক শুভাশিস বোস। আর যোগ দিয়েছিলেন ফেডারেশনের সভাপতি কল্যান চৌবে। যার প্রচেষ্টাতেই বেশ কয়েকজন সমর্থক পুলিশের হাত থেকে মুক্তি পান। তবে সোমবারের ফুটবল মাঠ আরও একটি নজির তৈরি করল এই লক্ষ্যেই। ডার্বি বন্ধ করে যেমন প্রতিবাদ আটকানো যায়নি তেমনই ফুটবল মাঠেও আটকানো গেল না প্রতিবাদ। সোমবারের ফুটবল ম্যাচ সে কলকাতা হোক বা নেপাল, প্রতিবাদের ঝড় উঠল সেখানেও। এই ঝড় শান্ত, তবে তীব্র। সোমবারের পর মঙ্গলবারও একই প্রতিবাদ দেখা গেল কলকাতা প্রিমিয়ার লিগের ইস্টবেঙ্গল বনাম রেনবো ম্যাচেও। যদিও বিশেষ কারণবশত সেই ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা লাইভ টেলিকাস্ট করেনি সংশ্লিষ্ট চ্যানেল।
সোমবার কলকাতা লিগে মুখোমুখি হয়েছিল এরিয়ান ও মহমেডান। ৪-১ গোলে এই ম্যাচ জিতে নেয় মহমেডান এসসি। হ্যাটট্রিক করেন ইসরাফিল দেওয়ান। ম্যাচ শেষে মাঠের মধ্যে থেকেই ফুটবলাররা দাবি তোলেন, ‘‘জাস্টিস ফর আরজি কর।’’ প্রতিবাদের পোস্টার হাতে মহমেডান ফুটবলাররা মাঠ ঘোরেন। দর্শকদের সঙ্গেও সেই পোস্টার হাতে ছবি তোলেন তাঁরা। পুরো ম্যাচে একাধিকবার গ্যালারি থেকে শোনা যায় প্রতিবাদের ধ্বনি। শেষ হয় ফুটবলারদের শান্তিপূর্ণ বার্তার মধ্যে দিয়ে।
এখানেই শেষ নয়, সোমবারই নেপালে খেলতে নেমেছিল অনূর্ধ্ব-২০ ভারতীয় ফুটবল দল। বিদেশের মাটিতেও সেই একই দৃশ্য উঠে এল। দেশের গণ্ডি পেরিয়ে এই প্রতিবাদ বিদেশের মাটিতে পৌঁছে গিয়েছে প্রথম দিন থেকেই। এবার ফুটবলের হাত ধরেই আন্তর্জাতিক ম্যাচে প্রতিবাদ হল। যে প্রতিবাদ কলকাতা ময়দানে দেখা গেল সোমবার, সেই প্রতিবাদই দেখা গেল নেপালের মাঠে। সোমবার অনূধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচ ছিল নেপালের ললিতপুরে। সেখানে ভূটানের বিরুদ্ধে ভারতের হয়ে একমাত্র গোলটি করেন মনিরুল মোল্লা। তিনি বাংলারই ছেলে। গোলের পর জার্সি তুলে ধরেন তিনি। নিচে লেখা ছিল ‘‘জাস্টিস ফর আরজি কর’’।
বাংলার ফুটবল, ভারতীয় ফুটবল যে প্রতিপক্ষ দলের বিরুদ্ধেই লড়াই ঘোষণা করে তা নয়, এই লড়াই প্রয়োজনে ছড়িয়ে পড়তে পারে ফুটবল মাঠ থেকে সমাজের ন্যায়ের স্বার্থেও। তা প্রায় প্রতিদিনই প্রমাণ হচ্ছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার