Wednesday, January 22, 2025
No menu items!
Google search engine
Homeফুটবলএমবাপে-কে নিতে ৩০০ মিলিয়ন ইউরো দিতে রাজি রিয়াল মাদ্রিদ

এমবাপে-কে নিতে ৩০০ মিলিয়ন ইউরো দিতে রাজি রিয়াল মাদ্রিদ

অলস্পোর্ট ডেস্ক: কিলিয়ান এমবাপে-কে নিয়ে ইউরোপীয় ক্লাব ফুটবলের দুই শক্তিশালী ক্লাব পিএসজি এবং রিয়াল মাদ্রিদের মধ্যে দর কষাকষি অব্যাহত। কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি পিএসজির ছাড়ার পরেই এমবাপেকে উপদেশ দিয়েছিলেন বার্সেলোনা অথবা রিয়াল মাদ্রিদের মতন ক্লাবে খেলার। মেসির উপদেশের প্রভাবেই হোক কিংবা নিজের ইচ্ছাতেই এমবাপে যে রিয়াল মাদ্রিদে যাচ্ছেন তা একপ্রকার নিশ্চিত। ফরাসি সংবাদ মাধ্যম সূত্রে খবর পিএসজির থেকে এমবাপেকে নিতে রেকর্ড পরিমাণ ট্রান্সফার ফি দিতেও রাজি রিয়াল মাদ্রিদ । ফরাসি স্ট্রাইকারকে নিতে রেকর্ড ৩০০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি দিতে প্রস্তুত রয়েছে রিয়াল মাদ্রিদ।

কয়েকদিন আগেই পিএসজির তরফে এমবাপেকে তাঁর চুক্তি আরও ১২ মাস বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছিল। এমবাপে নাকি তাতে রাজি হননি। আর এই প্রস্তাবে রাজি হলে তাঁকে ৩১ জুলাইয়ের মধ্যে এই চুক্তিপত্রে সই করতে হত। এমবাপের তরফে একটি চিঠি পাঠিয়ে এই চুক্তি বৃদ্ধি না করার বিষয়টি জানানো হয়েছে। ফলে ২০২৩-২৪ সালের পরে এমবাপে একেবারে ফ্রি এজেন্ট হয়ে যাবেন। অর্থাৎ এই সময়ে কোন ট্রান্সফার ফি ছাড়াই তাঁকে যে কেউ সই করাতে পারবে। তবে পিএসজির কর্তারা এমবাপেকে ফ্রি এজেন্ট হিসেবে ছাড়তে একেবারেই রাজি নন।

২০১৭ সালে মোনাকো থেকে লোনে পিএসজিতে এসেছিলেন এমবাপে। এরপরেই ২০১৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতেন তিনি। সেই সময়ে তাঁকে দলে পেতে ১৪৫ মিলিয়ন ইউরো খরচ করতে হয়েছিল। পরবর্তীতে আরও ৩৫ মিলিয়ন ইউরো বছরে অতিরিক্ত দিতে হয়েছিল। রিয়ালের কর্মকর্তা ফ্লোরেন্টিনো পেরেজের সঙ্গে পিএসজির মালিকদের এই বিষয়ে দীর্ঘ বার্তালাপ হয়েছে।

প্রথমে ১৫০ মিলিয়ন ইউরো দিয়ে কথাবর্তা শুরু হয়েছিল। যা এই মুহূর্তে ২০০ মিলিয়ন ইউরোতে গিয়ে ঠেকেছে রিয়ালের প্রস্তাব হিসেবে। প্রতি বছরে অতিরিক্ত ২০ মিলিয়ন ইউরো বোনাস দেওয়ার কথাও বলা হয়েছে। তবে পিএসজি ৩০০ মিলিয়ন ইউরোর নীচে এই চুক্তি করতেই রাজি নন। যার মধ্যে রয়েছে ২৫০ মিলিয়ন ইউরোর স্থায়ী চুক্তি। তার পাশাপাশি ৫০ মিলিয়ন ইউরো থাকছে বোনাস হিসেবে। তার পাশাপাশি এমবাপেও নাকি পিএসজিকে শর্ত দিয়েছে তাঁকে ১৫০ মিলিয়ন ইউরো দিতে হবে। যা চুক্তি হিসেবে সে পরবর্তী মরশুমে পাবে বলে জানা গিয়েছে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments