Thursday, February 13, 2025
No menu items!
Google search engine
Homeআইএসএলরেফারিরাও মানুষ: জেসন কামিন্স

রেফারিরাও মানুষ: জেসন কামিন্স

অলস্পোর্ট ডেস্ক: রেফারি নিয়ে এই মুহূর্তে তরজা তুঙ্গে। বিশেষ করে গুয়াহাটি ডার্বির পর ফুঁসছে ইস্টবেঙ্গল। এই ম্যাচে ০-১ গোলে হেরে গিয়েছে তারা। সেখানে একটি হ্যান্ডবল ও সৌভিকের প্রথম হলুদ কার্ড নিয়ে ম্যাচের পরই প্রশ্ন তুলে দিয়েছিলেন অস্কার ব্রুজোঁ। এর পর মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর দ্বারস্থ হওয়ার কথা জানায় ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ। সে কথা যে মোহনবাগান কোচ, ফুটলারদের কানে যায়নি এমনটা নয়। তবে রেফারির জন্যই মোহনবাগান জিতছে এমন দাবির কথা শুনে হেসে ফেললেন মোহনবাগানের স্ট্রাইকার জেসন কামিন্স। বরং পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিচ্ছেন তিনি।

তাঁর প্রশ্ন, “কারা বলছে?” এর সঙ্গেই জুড়ে দেন, “আমরা যে এতগুলো ম্যাচ ক্লিনশিট রেখেছি, সেটা কি রেফারি করে দিয়েছে? রেফারি কি ক্লিনশিট রাখতে পারে?” এই মরসুমে ইস্টবেঙ্গলের তরফে বার বার রেফারিং নিয়ে প্রশ্ন উঠেছে। তাদের মতে, ফেডারেশনকে অভিযোগ করে কোনও লাভ হয়নি এবং তাদের উপর আস্থাও নেই। তাই সরাসরি ক্রীড়ামন্ত্রীর দ্বারস্থ হয়েছে। তবে মোহনবাগান এই মুহূর্তে শীর্ষে থাকাটাই ধরে রাখায় বেশি মনোনিবেশ করতে চাইছে। ঘাড়ে নিঃশ্বাস ফেলছে একসঙ্গে তিনটি দল। তাই রেফারিং নিয়ে কার, কী অভিযোগ তা নিয়ে ভাবতে চাইছে না কেউই।

বরং রেফারিদের পক্ষেই বক্তব্য রেখেছেন কামিন্স। বলছিলেন, “রেফারিরাও মানুষ। আর মানুষ মাত্রই ভুল হয়। কখনও ভুল অন্য দলের ক্ষেত্রে হবে কখনও আমাাদের ক্ষেত্রেও হবে।” তবে তিনি বুঝিয়ে দিয়েছেন, রেফারিদের ভুলের জন্য কোনওভাবেই দলের পারফর্মেন্স, কৃতিত্ব শূন্য হয়ে যেতে পারে না।

এদিকে যখন আইএসএল-এ সিনিয়রদের ডার্বির রেফারিং নিয়ে তরজা তুঙ্গে তখনই অনূর্ধ্ব-১৭ ইয়ুথ লিগে আবারও ডার্বিতে ১-০ গোলে জয় তুলে নিয়েছে মোহনবাগান। দাদাদের পর ভাইরাও পরাজিত করেছে চির শত্রু ইস্টবেঙ্গলকে। এদিন আইএসএল-এর সাংবাদিক সম্মেলনের শুরুতে মোহনবাগান কোচ হোসে মোলিনা ও প্লেয়ার জেসন কামিন্স তাঁদের ক্লাবের ছোটদের ডার্বি জয়ের জন্য শুভেচ্ছে জানিয়েছেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments