Thursday, December 5, 2024
No menu items!
Google search engine
Homeফুটবলআইএফএ-র উদ্যোগে জাপানি রেফারির অধিনে কলকাতায় চার দিনের রেফারিং ক্যাম্প

আইএফএ-র উদ্যোগে জাপানি রেফারির অধিনে কলকাতায় চার দিনের রেফারিং ক্যাম্প

অলস্পোর্ট ডেস্ক: গত মরসুমে কলকাতা প্রিমিয়ার লিগের রেফারিং নিয়ে প্রচুর সমালোচনার মুখে পড়তে হয়েছিল আয়োজকদের। সেই মতো এই মরসুমের শুরুতেই বড় উদ্যোগ নিল বাংলার ফুটবলের নিয়ামক সংস্থা। জাপান থেকে উড়িয়ে আনা হল বিশেষজ্ঞ রেফারিকে। নাম ইসিয়ামা নোবরু। তিনি এএফসি ও ফিফা রেফারি ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন। সেই সময় ভারতীয় বেশ কয়েকজন রেফারির সঙ্গে কাজ করারও অভিজ্ঞতা হয়েছে তাঁর। তসে কারণে ভারতীয় রেফারিদের সম্পর্কে কম হলেও ধারণা রয়েছে তাঁর।

বৃহস্পতিবার আইএফএ অফিসে সাংবাদিক সম্মেলন আইএফএ-র তরফে এই উদ্যোগের কথা জানানো হয়। সেখানে আইএফএ সচিব অনির্বাণ দত্ত, সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় ও আইএফএ-এর অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে হাজির ছিলেন রেফারি ইনস্ট্রাক্টটর ইসিয়ামা নোবরু। এদিন তাঁর সঙ্গে পরিচয় পর্ব শেষে আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, “গত মরসুমে অনেক অভিযোগ এসেছিল রেফারিং নিয়ে। সেকারণে রেফারিংয়ের মানের উন্নতি করার জন্যই এই শিবিরের পরিকল্পনা। আমরা জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলেছিলাম এবং তাঁরা আমাদের প্রস্তাবে রাজি হয় সঙ্গে ইসিয়ামাও আসতে রাজি হন।’‘

চারদিনের এই শিবিরে যোগ দেবেন পুরুষ, মহিলা মিলিয়ে প্রায় ৩০ জন রেফারি। বিশেষ করে নবাগতদের উপর নজর দেওয়া হবে এই শিবিরে। কলকাতার সিনিয়ররাও উপস্থিত থাকবেন কিন্তু তাঁরা শিবিরে অংশ নেবেন না। ক্লাসরুম ও অনফিল্ড, দুটোই থাকবে এই শিবিরে। ইসিয়ামা বলছিলেন, “সকাল ন’টা থেকে দুপুর সাড়ে তিনটে পর্যন্ত চলবে ক্লাসরুম পর্ব। এর পর চারটে থেকে ছ’টা পর্যন্ত হবে প্র্যাক্টিক্যাল ক্লাস।” ক্লাস হবে এয়ারলাইন্স টেন্টে। আর যেহেতু এয়ারলাইন্স টেন্টের সামনেই রয়েছে কলকাতা বিশ্ব বিদ্যালয়ের মাঠ, তাই সেখানেই হবে প্র্যাকটিক্যাল ক্লাস।

ইসিয়ামা যদিও ভারতের রেফারিং নিয়ে আশাবাদী। বিশেষ করে কলকাতার রেফারিদের নিয়ে। তিনি বলেন, “আমি ২০০৮ থেকে ফিফা রেফারি ইনস্ট্রাক্টর হিসেবে অনেক রেফারিকে কাছ থেকে দেখেছি। বাংলার রেফারিদের মধ্যে সেই দক্ষতা রযেছে। তারা ইন্টিলিজেন্ট, যারা ফিফা বিশ্বকাপে রেফারিং করতে পারে। প্রাঞ্জলকে আমি ব্যক্তিগতভাবে চিনি, যে এখানকার সেরা রেফারি।” তবে চারদিনে যে যথেষ্ট নয় সেটাও তিনি মেনে নিলেন। এর মধ্যেই নিজের সেরাটা দিয়ে কলকাতার রেফারিদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতে চান তিনি।

শুক্রবার থেকেই শুরু হচ্ছে এই রেফারিং শিবির। আপাতত শুধু প্রিমিয়ার লিগের রেফারিদের নিয়েই এই শিবির হবে। পরবর্তী সময়ে এটিকে আরও বাড়ানোর ইচ্ছে রয়েছে আইএফএ-র।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments