অলস্পোর্ট ডেস্ক: গত কয়েক বছর সন্তোষ ট্রফিতে ভাল ফল করতে পারেনি বাংলা দল। সেই ব্যর্থতা থেকেই ঘুরে দাঁড়াতে এবার আইএফএ ভরসা রাখল সঞ্জয় সেনের উপর। আসন্ন সন্তোষ ট্রফির জন্য বাংলা পুরুষ দলের কোচ হিসেবে বেছে নেওয়া হল বাংলার এই সময়ের সব থেকে সফল কোচ সঞ্জয় সেনকে। বাংলার দুই প্রো লাইসেন্স কোচের মধ্যে অন্যতম সঞ্জয় সেন। আর এজন শঙ্কর লাল চক্রবর্তী, তিনি অন্য দলের সঙ্গে যুক্ত। বাংলা মহিলা দলের কোচ করা হল সুজাতা কর।
আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, “অনেকদিক ভেবেই এবং সবাই সম্মত হওয়ায় আমরা আগামী সন্তোষ ট্রফির জন্য সঞ্জয় সেনকে কোচ হিসেবে বেছে নিয়েছি। তিনি প্রো-লাইসেন্স করেছেন। পাশাপাশি তিনি এই মুহূর্তে কোনও ক্লাবের সঙ্গে যুক্ত নয়। সেটা একটা বড় দিক। কারণ অতীতে এরকম অভিযোগ উঠেছে যে কোচেরা নিজের ক্লাবের প্লেয়ারদের দল নির্বাচনে বেশি সুযোগ দেয়। এক্ষেত্রে সেটা হওয়ার সম্ভাবনা নেই।”
নভেম্বর ২০২৪-এ এবারের সন্তোষ ট্রফি শুরু হওয়ার কথা। তাঁর আগে শিবির করার ভাবনা রয়েছে তো বটেই। তবে পুরোটাই সিদ্ধান্ত হবে কোচ সঞ্জয় সেনের মতামতের উপর ভিত্তি করে। এর পাশাপাশি আইএফএ সচিব বলেন, “আমরা চাই এবারের সন্তোষ ট্রফি বাংলায় হোক। সেই মতো আমরা ফাইনাল রাউন্ডের জন্য বিড করেছি। এখনও কোনও উত্তর আসেনি।”
তবে এবার বাংলা দলের হয়ে স্বপ্ন দেখছেন স্বয়ং আইএফএ সচিব অনির্বাণ দত্ত। তাঁর সঙ্গে এই স্বপ্ন দেখতেই পারে পুরো বাংলা। আগামী মঙ্গলবার কোচেস কমিটি বেছে নেবে দুই কোচের সহকারিদের।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার