অলস্পোর্ট ডেস্ক: ২০২৪-এ শেষ ঘরের মাঠে আইএসএল ম্যাচ জয়ের সঙ্গেই শেষ করল মোহনবাগান সুপার জায়ান্ট। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে কেরালা ব্লাস্টার্সকে ৩-২ গোলে হারিয়ে ১১ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা বেঙ্গালুরুর থেকে এক ম্যাচ কম খেলে দুই পয়েন্টের ব্যবধান নিয়ে অনেকটা স্বস্তিতে ঘরের সমর্থকদের বছর শেষের উপহার তুলে দিলেন হোসে মোলিনা। টানা আট ম্যাচে অপরাজিত থাকল দল।
এদিন দলকে সমর্থন করতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। যতবার মোহনবাগান গোল করেছে, তাঁকে উচ্ছ্বাসে ফেটে পড়তে দেখা গিয়েছে। আর ততটাই বেড়েছে দর্শকদের হুঙ্কার। আর সেখানেই সমর্থকদের জন্যই নতুন বছরের উপহার ঘোষণা করে দিলেন তিনি। পরের হোম ম্যাচ মোহনবাগান সমর্থকদের জন্য ফ্রি এন্ট্রি।
এদিন ম্যাচ শেষে তিনি বলেন, “এটা একটা দারুণ অভিজ্ঞতা। জয় সব সময়ই ভাল। নতুন বছর নতুন ভাবে সদর্থকভাবে শুরু হবে। ফ্যানদের জন্য পরের হোম ম্যাচ দেখা পুরোপুরি ফ্রি। টিকিটের জন্য কোনও টাকা লাগবে না। এটা ক্লাবের পক্ষ থেকে সব সমর্থকদের জন্য উপহার, আমাদের পাশে থাকার, আমাদের সমর্থন করার এবং আমাদের আশীর্বাদ করার জন্য।”
শনিবার বছরের শেষ হোম ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে সহজ জয় ছিল না মোহনবাগানের জন্য। প্রথমে ১-০ গোলে এগিয়ে গিয়ে ১-২ গোলে পিছিয়ে পড়ার পর ডিফেন্ডারের গোলে শেষ মুহূর্তে জয় যেন নাটকীয় প্রত্যাবর্তন। শীর্ষে থেকেই বছরের শেষ হোম ম্যাচ খেলে ফেলল মোহনবাগান। মোহনবাগানের পরের হোম ম্যাচ ২ জানুয়ারি ২০২৫-এ হায়দরাবাদের বিরুদ্ধে। এই ম্যাচই সব সবুজ মেরুন সমর্থকদের জন্য একদম ফ্রি।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার