Saturday, December 14, 2024
No menu items!
Google search engine
Homeফুটবলম্যানেজার্স মিটিংয়ে অনুপস্থিত মোহনবাগান, ডার্বি নিয়ে জটিলতা তুঙ্গে

ম্যানেজার্স মিটিংয়ে অনুপস্থিত মোহনবাগান, ডার্বি নিয়ে জটিলতা তুঙ্গে

অলস্পোর্ট ডেস্ক: মাঝে মাত্র একটা দিন, তাঁর পরই মরসুমের প্রথম ডার্বি। কিন্তু তা নিয়ে না আছে কোনও উত্তেজনা না আগ্ৰহ। শুধু কী সমর্থক, আয়োজক আইএফএ থেকে ইস্টবেঙ্গল-মোহনবাগান, কারও কোনও হেলদোল নেই কলকাতা প্রিমিয়ার লিগের ডার্বি নিয়ে।এদিকে লিগের শুরু থেকে আইএফএ-মোহনবাগান বচসা তুঙ্গে। সব মিলে মরসুমের প্রথম ডার্বি মুড উধাও ময়দান থেকে।

শনিবার যুবভারতী ক্রিড়াঙ্গনে দুপুর ৩.১৫-তে ডার্বি শুরু হওয়ার কথা রয়েছে এখনও পর্যন্ত। প্রাথমিকভাবে সল্টলেক স্টেডিয়ামেই ডার্বি হওয়া নিয়ে সঙ্কট দেখা গিয়েছিল কিন্তু বৃহস্পতিবার সন্ধেয় আইএফএ সচিব জানালেন, সল্টলেকে হবে ডার্বি তবে ম্যাচ খেলতে মাঠে দুই দলই নামবে এমন নিশ্চয়তা দিতে পারলেন না তিনি।

এদিন ডার্বির ম্যানেজার মিটিং ছিল আইএফএ অফিসে। কিন্তু সেই মিটিংয়ে যোগ দিল না মোহনবাগানের কোনও প্রতিনিধি। তার আগেই অবশ্য মোহনবাগানের খেলা প্রসঙ্গে সচিব অনির্বাণ দত্ত বলেন, “আমার কাছে কোনও অফিসিয়াল কোনও বার্তা মোহনবাগানের তরফে নেই। না খেললেও তো জানাতে হবে। এখনও কেউ কিছু জানায়নি। তাই আমি জানি ম্যাচ হবে।”

তিনি আরও বলেন, “আয়োজক হিসেবে আমাদের পক্ষ থেকে যা ব্যবস্থা করার আমরা করব। তার পরটা আমাদের হাতে নেই।” এক তো কলকাতা লিগের আকর্ষণ, উত্তেজনা অতীত হয়েছে অনেকদিন আগেই। একমাত্র বেঁচে ছিল ডার্বি, গত কয়েক বছরে সেটাও হারিয়ে গিয়েছে রাজ্যের ফুটবল প্রশাসন ও ফুটবল ক্লাবের লড়াইয়ে।

এই মুহূর্তে শহরে নেই মোহনবাগানের দেবাশিষ দত্ত। তবে তিনি জানিয়ে দিলেন তাঁদের ডার্বি খেলতে কোনও অসুবিধে নেই। তিনি বলেন, “আমরা খেলতে প্রস্তুত। কিন্তু আইএফএ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। আমাদের সঙ্গে কথা না বলেই টিকিটের দাম ঠিক করে ফেলা হয়েছে।” তাঁর প্রশ্ন, “এত দাম দিয়ে টিকিট কেটে সমর্থকরা কেন মাঠে যাবে?” আইএফএ-এর কাছে তাঁদের ৪৭ লক্ষ টাকা পাওনা আছে বলেও জানিয়েছেন তিনি।

পরে অবশ্য আইএফএ-কে অফিসিয়ালি ম্যানেজার্স মিটিংয়ে না যোগ দিতে পারার কারণ জানিয়েছে মোহনবাগান। তাদের তরফ থেকে জানানো হয়েছে, কলকাতার বাইরে থাকার জন্য ক্লাবের পক্ষ থেকে ম্যানেজার্স মিটিংয়ে কেউ অংশ নিতে পারেননি।

প্রসঙ্গত কলকাতা ডার্বির টিকিটের মূল্য ধার্য্য করা হয়েছে ১০০, ১৫০, ৪৯৯, ১২০০ টাকা। যা শুধু পাওয়া যাচ্ছে অনলাইনে। যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে সমর্থকদের। অনেকেই ক্লাবের কাছে টিকিট চেয়ে পাচ্ছে না। অনেকে আবার যুবভারতীর বন্ধ কাউন্টার থেকে হতাশ হয়ে ফিরেছেন। আইএফএ সচিব আশা করছেন আড়াই হাজারের মতো সমর্থক হতে পারে ডার্বিতে। যা এক কথায় ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments