Friday, November 7, 2025
No menu items!
Google search engine
Homeফুটবলসার্জিও রিকো কোমামুক্ত, তিনমাস পর বাড়ির পথে পিএসজি গোলকিপার

সার্জিও রিকো কোমামুক্ত, তিনমাস পর বাড়ির পথে পিএসজি গোলকিপার

অলস্পোর্ট ডেস্ক: প্যারিস সেন্ট-জার্মেইন গোলরক্ষক সার্জিও রিকো-কে শুক্রবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে, প্রায় তিন মাস পর তিনি কোমামুক্ত হলেন। একটি অশ্বারোহণ দুর্ঘটনায় মস্তিষ্কে আঘাতজনিত কারণে কোমায় চলে গিয়েছিলেন তিনি। রিকোকে সেভিয়ার ভার্জেন ডেল রোসিও হাসপাতাল ছাড়ার অনুমতি দেওয়া হয়েছে শেষ পর্যন্ত এবং শুক্রবার তাঁকে ছেড়ে দেওয়া হবে, হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। স্থানীয় একটি উৎসবে ঘোড়া দুর্ঘটনার পর ২৮ মে থেকে ২৯ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড হাসপাতালে ছিলেন। বেশ কয়েকদিন কোমায় থাকার পর ৫ জুলাই হাসপাতালের প্রবল চেষ্টা তাঁকে কোমামুক্ত হতে সাহায্য করে। সেদিনই তাঁকে ইনটেনসিভ কেয়ার ইউনিট থেকে বের করে আনা হয়েছিল।

পাঁচ দিন পরে, তিনি নিজেই তাঁর স্বাস্থ্যের অবস্থার কথা জানিয়ে সবাইকে আশ্বস্ত করেছিলেন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে। ইনস্টাগ্রামে রিকো লিখেছিলেন, “আমি প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই যারা আমার এই কঠিন দিনগুলিতে পাশে থেকেছেন এবং আমাকে তাদের ভালবাসা পাঠিয়েছেন।”

“আমি এখনও পুরোপুরি সুস্থ হওয়ার জন্য কাজ করছি যা প্রতিদিন একটু একটু করে ভাল হচ্ছে। আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি। আরও একবার, সবাইকে ধন্যবাদ এবং আমি আশা করি শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে।”

গোলরক্ষক তাঁর নিজের শহরের ক্লাব সেভিয়ার সঙ্গে দু’বার ইউরোপা লিগ জিতেছেন এবং সেখানে লোন স্পেলের পরে ২০২০-তে স্থায়ীভাবে প্যারিস সেন্ট-জার্মেইনে যোগ দিয়েছিলেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments