Friday, February 14, 2025
No menu items!
Google search engine
Homeফুটবলসপ্তমবার ইউরোপা লিগ চ্যাম্পিয়ন হল সেভিয়া

সপ্তমবার ইউরোপা লিগ চ্যাম্পিয়ন হল সেভিয়া

অলস্পোর্ট ডেস্কঃ সপ্তমবারের মতো উয়েফা ইউরোপা লিগের শিরোপা জিতল সেভিয়া । ইউরোপের দ্বিতীয় সেরা এই প্রতিযোগিতায় আগে ছয়বার ফাইনালে উঠে প্রতিবারই ট্রফি তুলে ধরেছিল সেভিয়া। ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হওয়ার শতভাগ সাফল্যের সেই ধারাবাহিকতা ধরে রাখল তারা। বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় বুধবার (৩১ মে) রাতের ফাইনালে রোমাকে টাইব্রেকারে ৪-১ গোলে হারিয়েছে সেভিয়া।

নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলের পর অতিরিক্ত সময়ও ওই স্কোরলাইনেই খেলা শেষ হয়। শিরোপা নির্ধারণী ম্যাচে রোমার শুরুটা ছিল দারুণ। রক্ষণাত্মক খোলস থেকে বেরিয়ে এসে প্রথম মিনিট থেকেই সেভিয়াকে চাপে রাখে তারা। আক্রমণের পাশাপাশি রক্ষণটাও ছিল তাদের নিয়ন্ত্রণেই। তাই সুযোগ আসতে দেরি হয়নি। একাদশ মিনিটে দুর্দান্ত এক সুযোগ কাজে লাগাতে পারেননি লিওনার্দো স্পিনাৎসোলা। ডি-বক্সের ভিতর আনমার্ক এই ইতালিয়ান ডিফেন্ডারের শট ঠেকিয়ে দেন সেভিয়া গোলরক্ষক।

ম্যাচের ৩২ মিনিটে নিজেদের প্রাপ্য গোলটা পেয়েই যায় রোমা। গোটা পুসকাস এরিনাকে জাগিয়ে তোলেন পাওলো দিবালা। গিয়ানলুকা মানচিনির দারুণ এক পাস থেকে বল পেয়ে লেগে থাকা ডিফেন্ডারের ফাঁদ এড়িয়ে ডি-বক্সের ভেতর থেকে অসাধারণ ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন দিবালা। এই গোলের সঙ্গে পুরো গ্যালারি যেন উল্লাসে ফেটে পড়ে। রোমা সমর্থকদের উৎসবের ধোঁয়ার রেশ মাঠেও দেখা যায়। গোল খেয়ে জেগে উঠার চেষ্টা করে সেভিয়া। এ সময় ম্যাচে উত্তেজনাও তৈরি হয়।

বিরতির পর চাপ বাড়ায় সেভিয়া। এরই মাঝে ৫৫তম মিনিটে ভুলটা করে বসেন ডিফেন্ডার মানচিনি। হেসুস নাভাসের একটি বিপজ্জনক ক্রস হেডে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই পাঠান তিনি। স্বস্তির সমতায় ফেরে সেভিয়া। ৬৭তম মিনিটে দারুণ দুটি সুযোগ নষ্ট হয় রোমার। প্রথমে ট্যামি আব্রাহামের শট রক্ষণে প্রতিহত হওয়ার পর কাছ থেকে ইবানেসের শট হয় লক্ষ্যভ্রষ্ট। আট মিনিট পর রোমার ডি-বক্সে তাদের ডিফেন্ডার ইবানেসের ট্যাকলে লুকাস ওকাম্পোস পড়ে গেলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। প্রবল প্রতিবাদ জানায় রোমার খেলোয়াড়রা, ডাগআউটে মরিনিয়ো। ভিএআর মনিটরে দেখে অবশ্য সিদ্ধান্ত পাল্টান রেফারি। পরে ছয় মিনিট যোগ করা সময়ের শেষ মিনিটে মুহূর্তের ব্যবধানে তিনটি ভালো সুযোগ পায় সেভিয়া। কিন্তু কেউ কাজে লাগাতে না পারলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়েও কোনও গোল না আসায় খেলা যায় টাইব্রেকারে। প্রথম টাইব্রেকারে দুদলই জালে বল জড়ায়। সেভিয়া দ্বিতীয় এবং তৃতীয় পেনাল্টিতেও গোল আদায় করে নেয়। কিন্তু রোমার ফুটবলাররা বোনো ইয়াসিনের দেওয়াল ভেদ করতে পারেনি। মরক্কান গোলরক্ষকের হাত ধরে জয়টা প্রায় নিশ্চিতই হয়ে গিয়েছিল সেভিয়ার। চতুর্থ পেনাল্টিতে বাকি কাজটা সারেন আর্জেন্তাইন মন্তিয়েল। তার পেনাল্টির সঙ্গে সঙ্গে জেগে ওঠে পুরো পুসকাস এরিনা।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments