অলস্পোর্ট ডেস্ক: প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতিতে রবিবার ক্রীড়া সাংবাদিক ক্লাবের উদ্যোগে শুরু হয়ে গেল মিডিয়া ফুটবল। আর সেখানেই তাঁর উপস্থিতি বাড়তি উৎসাহ তৈরি করল সাংবাদিক-ফুটবলারদের মধ্যে। “এরা সারাদিন খবরের পিছনে ছুটে বেড়ায়। আবার ফুটবলও খেলে দারুণ। কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের সঙ্গে আমি বহু বছর ধরে রয়েছি। জুনিয়র থেকে সিনিয়র ক্রিকেটার হিসেবে পুরস্কৃত হয়েছি এই ক্লাবে। এখানে যতবার আসি, হৃদয়ের টান অনুভব করি,” বক্তার নাম সৌরভ গঙ্গোপাধ্যায়।
জেএসডব্লিউ সিমেন্ট-সিএসজেসি মিডিয়া ফুটবলের (এ শতদ্রু দত্ত ইনিসিয়েটিভ) জমজমাট প্রথম দিন আরও জমিয়ে দিল সৌরভের উপস্থিতি। দুপুরে মিডিয়া ফুটবলে অংশ নেওয়া সব টিমকে শুধু উৎসাহ দেওয়াই নয়, জালে বল পাঠিয়ে সৌরভ নিজেও বোঝালেন, ফুটবলটা ভোলেননি তিনি!
অনেক বছর পরে আবার ক্লাবের নিজস্ব মাঠে ফিরল এই টুর্নামেন্ট। প্রিন্ট এবং ইলেকট্রনিক ও ওয়েব মিডিয়া মিলিয়ে মোট ২২টি দল অংশ নিল। সকালে ফুটবলারদের সঙ্গে পরিচয় করে যান প্রাক্তন তারকা ফুটবলার আলভিটো ডি’কুনহা। এসেছিলেন, মহমেডান কর্তা বেলাল আহমেদ খান। ‘অর্জুন’ ফুটবলার শান্তি মল্লিক ছিলেন সারাক্ষণ।
দুপুরে সৌরভ আসায় উৎসাহের বাঁধ ভাঙে। বলে যান, সিএসজেসির পাশে তিনি থাকবেন সব সময়ে। আরও বলেন, “সানা আজ লন্ডনে ফিরে যাচ্ছে। আমি চলে যাচ্ছি সাউথ আফ্রিকা। প্রবল ব্যস্ত। তার মধ্যেও এলাম ভালোবাসার টানে।”
প্রথম দিন একপ্রস্থ হাড্ডাহাড্ডি লড়াই শেষ হয়। সোমবার সেমিফাইনাল ও ফাইনাল। মহিলা সাংবাদিকদেরও একটি প্রীতি ম্যাচ হবে। বিকেলে চ্যাম্পিয়ন টিমের হাতে ট্রফি তুলে দেবেন সদ্য সন্তোষ জয়ী কোচ সঞ্জয় সেন।
(লেখা ও ছবি: সিএসজেসি)
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.c
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার