অলস্পোর্ট ডেস্ক: ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে ইউরো ২০২৪ শুরু করে দিল স্পেন। এদিন শুরু থেকেই ম্যাচের আধিপত্ত নিজেদের দখলে নিয়ে নিয়েছিল স্পেন। এদিন অবশ্য তার আগেই একটি ইতিহাস গড়ে ফেলেছিল তারা। ইউরোর ইতিহাসে সব থেকে কম বযসী ফুটবল হিসেবে এদিন স্পেনের প্রথম এগারোয জায়গা করে নিয়েছিলেন বার্সেলোনার উইঙ্গার লামিন ইয়ামাল। আজকের দিনে দাঁড়িয়ে তাঁর বয়স মাত্র ১৬ বছর ৩৩৮ দিন। তাঁকে দলে রাখাটাই যখন ইতিহাস তখন তাঁর অ্যাসিস্ট থেকে গোল এলে সেটাও যে ইতিহাসে লেখা থাকবে তা নিয়ে কোনও সন্দেহ নেই। এর আগে এই রেকর্ড ছিল পোল্যান্ডের ক্যাসপার কোজলোওস্কি, তাঁর বয়স ছিল ১৭ বছর ২৪৬ দিন। তিনি খেলেছিলেন ২০২০ ইউরোতে। যে রেকর্ড বেঙে গেল ২০২৪-এ।
এদিন দাপটের সঙ্গেই শুরু করেছিল স্পেন। যার ফল ম্যাচ শুরু আধ ঘণ্টার মধ্যেই দলকে এগিয়ে দিয়েছিলেন অধিনায়ক আলভারো মোরাতা। দলকে একদম সামনে থেকে নেতৃত্ব দিলেন যতক্ষণ মাঠে থাকলেন। চোটের কারণে আগেই মাঠ ছাড়তে হল। একক দক্ষতায় ক্রোয়েশিয়া রক্ষণকে কাটিয়ে জালে বল জড়ালেন তিনি। ১-০ গোলে এগিয়ে আক্রমণে আরও ঝাঁঝ বাড়ায় স্পেন। যে ঝড়ে উড়ে গেল ক্রোয়েশিয়া।
১-০ গোলে এগিয়ে যাওয়ার আট মিনিটের মধ্যেই আবারও গোল করে স্পেনকে এগিয়ে দেন ফাবিয়ান রুইজ। তাঁর জোড়া শট বাঁচানোর কোনও সুযোগই পাননি ক্রোয়েশিয়া গোলকিপার। এর পরই অবশ্য সুযোগ পেয়ে গিয়েছিল ক্রোয়েশিয়া। কিন্তু তা গোলে রূপান্তরিত করতে পারেনি। কিন্তু সেই সুযোগে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে স্পেনের হয়ে ৩-০ করে দেন দানি কার্ভাজাল। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে স্পেন প্রথমার্ধ শেষ করে ৩-০ গোলে এগিয়ে থেকে। যদিও দ্বিতীয়ার্ধে আরও গোলের স্বপ্ন পূরণ করতে পারেনি তারা। বরং খেলায় ফেরার চেষ্টা করে ক্রোয়েশিয়া। এদিন ভাগ্যও সঙ্গে ছিল না তাদের।
স্পেনের প্রথমার্ধ আক্রমণাত্মক হলে দ্বিতীয়ার্ধ অনেকটাই রক্ষণাত্মক। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে গোলও পেয়ে গিয়েছিল ক্রোয়েশিয়া কিন্তু সেই গোল বাতিল হয়। প্রথমে ক্রোয়েশিয়ার পেনাল্টি শট বাঁচিয়ে দেন উনাই সিমন। তবে সেই বল তিনি দখলে রাখতে পারেননি। তাঁর হাত থেকে ছিটকে আসা বল স্পেন গোলে পাঠাতে সক্ষম হলেও ক্রোয়েশিয়ার গোল পাওয়া হল না। ভার-এর দ্বারস্থ হন অনফিল্ড রেফারি। তাতে দেখা যায় পেতকোভিচ পেনাল্টি শট নেওয়ার আগেই ক্রোয়েশিয়ার আর একজন ফুটবলার পেরিসিচ লাইন ক্রস করে ফেলেন। আর সে কারণে বাতিল হয় গোল।
শেষ বেলায় আরও একটা সুযোগ চলে এসেছিল ক্রোয়েশিয়ার সামনে কিন্তু গোলের নিচে উনাইকে পরীক্ষার সামনে পড়তে হলেও শেষরক্ষা করে দেন তিনি। বার কয়েক পরীক্ষা মুখে পড়তে হয় তাঁকে। কখনও তিনি বাঁচিয়ে দেন কখনও গোল লাইন সেভ করেন স্পেন ফুটবলাররা। কিন্তু ক্রোয়েশিয়ার স্কোর লাইন শূন্যই থেকে যায়।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার