অলস্পোর্ট ডেস্ক: শুক্রবার সকালে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার গোলের নিচে দেওয়াল হয়ে দাঁড়িয়েছিলেন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। আর রাতে ইউরো কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে জার্মানির বিরুদ্ধে স্পেনের গোলের নিচে উনাই সিমন নিশ্চিত যে গোলটি বাঁচিয়ে দিলেন ঠিক গোল করে এগিয়ে যাওয়ার কিছু পরই সেটা এই ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে থেকে যেতে পারে। পরে অবশ্য বড় ভুলও করলেন, তবে সেই ভুলের সুযোগ নিতে পারল না জার্মানি। গোল পেল, সমতায়ও ফিরল হোম টিম কিন্তু স্পেনের কাছে ২-১ গোলে হেরে ইউরো কাপ ২০২৪ থেকে বিদায় নিতে হল তিনবারের চ্যাম্পিয়নদের।
ম্যাচ শুরুর এক মিনিটের মধ্যেই ফ্রি-কিক আদায় করে নিয়েছিল স্পেন। শুরু থেকেই আক্রমণাত্মক ছিল দুই দল। জার্মানির পর পর ফাউলে শুরুতেই বেশ কিছু ফ্রি-ককিক পেয়ে যায় স্পেন। তবে ম্যাচের শুরুতেই পেড্রির চোটে বড় ধাক্কা খায় স্পেন শিবির। তাঁকে শেষ পর্যন্ত তুলে নিতে বাধ্য হন কোচ। ম্যাচ শুরুর ছ’মিনিটের মাথায় পেড্রিকে তুলে দানি ওলমোকে নামান কোচ। কথায় আছে যা হয় ভালোর জন্যই হয়, যা প্রমাণ করলেন ওলমো। দ্বিতীয়ার্ধে জার্মানিকে পিছনে ফেলে এগিয়ে যাওয়ার গোলটি এল তাঁরই পা থেকে। আর জয়সূচক গোলের ফাইনাল পাসটিও বাড়ালেন তিনিই।
প্রথম থেকেই এই ম্যাচের উত্তেজনা ছিল তুঙ্গে। একে তো কোয়ার্টার ফাইনাল। তার উপর বিশ্ব ফুটবলের দুই সেরা দল মুখোমুখি। এর সঙ্গে ঘরের মাঠে নেমেছিল জার্মানি। আর প্রতিপক্ষ যখন জার্মানি তখন এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ ছিল স্পেন। পুরো প্রথমার্ধ জুড়েই ছিল ফাউলের ঘনঘটা। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবেই। ৫০ মিনিটে গোলের মুখ খুলে ফেলে স্পেন। ১৬ বছরের ওয়ান্ডার বয় লামিন ইয়ামানের মাপা ফাইনাল পাস থেকে ডান পায়ের জোড়াল শটে জার্মানির জালে বল জড়ান দানি ওলমো। ১-০ গোলে এগিয়ে যায় স্পেন। তার পরই অবশ্য ইয়ামানকে তুলে নেন কোচ।
পিছিয়ে পড়ে আক্রমণে ঝাঁঝ বাড়ায় জার্মানি। একাধিক সহজ সুযোগ মিস করার পাশাপাশি বেশ কয়েকবার জার্মান আক্রমণ আটকে যায় স্পেন রক্ষণেও। গোলকিপারের সেভ থেকে গোললাইন সেভ, সব করেও জার্মানির সমতায় ফেরা আটকাতে পারেনি স্পেন। নির্ধারিত সময়ের ম্যাচ শেষের ঠিক দু’মিনিট আগে সমতায় ফেরে জার্মানি। ৮৮ মিনিটে জোশুয়া কিমিচের হেড বক্সের মাঝখান থেকে ডান পায়ের শটে স্পেনের জালে জড়ান ফ্লোরিয়ান রিজ।
নির্ধারিত সময়ের ম্যাচ শেষ হয় ১-১ গোলে। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে দুই দলই কিছু আধা সুযোগ তৈরি করেছিল কিন্তু কেউই গোল করতে পারেনি। অনেকটা সময় স্পেন রক্ষণকে ব্যস্ত থাকতে হল ঠিকই কিন্তু শেষ হাসি হাসল সেই স্পেনই। ১২০ মিনিটের ম্যাচের ১১৮ মিনিটে জয়ের গোল এল স্পেনের ঘরে। গোলের মুখ খুলেছিল স্পেন, শেষও করল তারা। প্রথম গোলদাতা দানি ওলমোর কাছ থেকে উড়ে আসা বলে গোলকিপারের সামনে থেকেই মাইকেল মেরিনোর হেড চলে যায় জার্মান গোলে। আর এখানেই শেষ হয়ে যায় খেলা। শেষ মিনিটে লাল কার্ড দেখে সেমিফাইনাল থেকে ছিটকে গেলেন দানি কারভাহাল।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার