অলস্পোর্ট ডেস্ক: স্পেন ইউরো ২০২৪-এর শেষ ১৬-তে পৌঁছে গেল দুই ম্যাচ খেলেই। বৃহস্পতিবার ইতালিকে ১-০ গোলে হারিয়ে লা রোজারা গ্ৰুপ-বি-র শীর্ষে থেকেই পরের পর্ব নিশ্চিত করে ফেলল। হাফ টাইমের নয় মিনিট পর রিকার্ডো ক্যালাফিওরির সেম সাইড গোলে ইউরো কাপ ২০২৪-এর এখনও পর্যন্ত সবচেয়ে বড় ম্যাচে গেলসেনকির্চেনে দুই দলের মধ্যে ব্যবধান গড়ে দেয়। যদিও স্পেনের পারফরম্যান্স চিন্তায় রাখবে কোচকে। কারণ ৯০ মিনিটে দলের কেউ গোল করতে পারেননি। যদিও প্রচুর আক্রমণে প্রতিপক্ষ ইতালি রক্ষণকে রীতিমতো সচল থাকতে হয়েছে শেষ পর্যন্ত। এমন কী ইতালি গোলকিপারের দুরন্ত কিছু সেভ না থাকলে ব্যবধান আরও বাড়তে পারত। উল্টোদিকে স্পেন গোলরক্ষক যেন এদিন ছিলেন দর্শকের ভূমিকায়।
এদিন অবশ্য স্পেনের তারকা নিকো উইলিয়ামস। তিনি নাপোলির রাইট-ব্যাক জিওভানি ডি লরেঞ্জোকে রীতিমতো ছিটকে দিয়ে ক্রস রেখেছিলেন যেখান থেকে দুর্ভাগ্যজনকভাবে ক্লিয়ার করতে গিয়ে ক্যালাফিওরি বলটি নিজের জালে ঠেলে দিয়েছিলেন।
লুইস দে লা ফুয়েন্তের দল গ্রুপ শীর্ষে জায়গা করে নিয়েছে নিখুঁত ছয় পয়েন্ট নিয়ে এবং সোমবার আলবেনিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে নকআউট পর্বে পৌঁছে যাওয়াটা তাদের অনেকবেশী মন খুলে খেলতে সাহায্য করবে সঙ্গে নিজেদের ভুলগুলোও শুধরে নিতে সাহায্য করবে। এবার ইউরো শুরুর আগে থেকেই চ্যাম্পিয়নের সম্ভাব্য তালিকায় জায়গা করে নিয়েছে স্পেন। তবে আসল লড়াইয়ের এখনও অনেকটাই বাকি।
ইতালির পরবর্তী ম্যাচ অনেকবেশী গুরুত্বপূর্ণ হয়ে গেল এই হারের সঙ্গে। যদিও গ্ৰুপে স্পেনের পরই দ্বিতীয় স্থানে রয়েছে ইতালি। তবে ইউরো ২০২৪-এ দুই জায়ান্টের লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে তারা। ইতালির জন্য বৃহস্পতিবারের হার একটি রিয়ালিটি চেক ছিল।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার