অলস্পোর্ট ডেস্ক: দীর্ঘ অপেক্ষা আরও দীর্ঘায়িত হল ব্রিটিশদের জন্য। ইংল্যান্ড ফাইনালে পৌঁছনোর পর ধরেই নেওয়া হয়েছিল দীর্ঘ ৫৭ বছরের খরা হয়তো এবার কেটে যাবে। কিন্তু তেমনটা হল না। ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের জন্য মহিলা বিশ্বকাপ ফুটবল ফাইনাল জিতল স্পেন। রবিবার অস্ট্রেলিয়ার সিডনি স্টেডিয়ামে ৯০ মিনিটের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ হাসিটা হাসল স্পেনই। ১-০ গোলে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হল স্প্যানিশ দল। স্পেনের অধিনায়ক ওলগা কারমানোই ম্যাচের একটিমাত্র গোল করে দলেকে জিতিয়ে দেন।
প্রথমার্ধের ২৯ মিনিটেই স্পেন অধিনায়ক গোল করেন। এরপরেও স্পেনের কাছে আরও সুযোগ এসেছিল। দ্বিতীয়ার্ধে পেনাল্টিতে সুবর্ণ সুযোগ এসেছিল স্পেনের কাছে কিন্তু সেখান থেকে গোল করতে ব্যর্থ হন তারা। যদিও শুরু থেকেই দাপট দেখিয়েছে স্পেন।
১৯৯১-এ বিশ্বকাপের শুরু থেকে স্পেনকে নিয়ে এখনও পর্যন্ত পাঁচটি দেশ বিশ্বকাপ জিতেছে। এই তালিকায় রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, নরওয়ে এবং জাপান।
শুরুর পাঁচ মিনিটের মাথায়ই ইংল্যান্ডের কাছে সুযোগ আসে গোল করার। লরেন হেম্পের গোলমুখি শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়ে বারে লাগে। ম্যাচ শুরু হওয়ার ১৫ মিনিটের মাথায় দু’দলের কাছেই সুবর্ণ সুযোগ আসে কিন্তু তা কাজে লাগাতে পারেনি কেউই। এর পর থেকেই ম্যাচের দখল নিতে শুরু করে স্পেন। যদিও প্রথম থেকেই ফাইনালে ধারে ভারে এগিয়ে ছিল ইংল্যান্ডই। ১৮ মিনিটের গোলের সহজ সুযোগ নষ্ট করেন স্পেনের সালমা পারালুয়েলা। ফাঁকা গোলে বল ঠেলতে ব্যর্থ হন তিনি।
এ মিসের মাত্র ১১ মিনিটের মধ্যেই এগিয়ে যায় স্পেন। ম্যাচের ২৯ মিনিটে বাঁ প্রান্ত থেকে বল ধরে পৌঁছে যান বক্সের মধ্যে সেখান থেকে চলতি বলেই তাঁর মাটি ঘেঁষা শট গিয়ে চলে যায় ইংল্যান্ড গোলে। গোলরক্ষকের কিছুই করার ছিল না। এর পর বার কয়েক আধা সুযোগ তৈরি হলেও তা যথেষ্ট ছিল না ইংল্যান্ডের জন্য। কারণ আর গোল না হলেও ম্যাচের লাগাম একবারও ছাড়েনি স্পেন। বরং ব্যবধান বাড়াতে পারত তারা কিন্তু সুযোগ নষ্ট করে আর তা আর সম্ভব হয়নি। এমনকি পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয় চ্যাম্পিয়ন দল। তবে ইংল্যান্ডের ব্যর্থতায় পেনাল্টি মিসের খেসারত দিতে হয়নি স্পেনকে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার





